স্বামি-শিযুগ্ম-সংবাদ । দেশের (পাশ্চাত্যুের ) নরনারী সমধিক শিক্ষিত—আমাদের মত দ্বেষপরায়ণ নহে । আর গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি এক জন নগণ্য লোক, আমাকে ওদেশে কত অাদর যত্ন করেছে। এদেশে শিক্ষা-বিস্তারে যখন ইতর সাধারূণ লোক সমধিক সহৃদয় হবে- যখন, মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিস্তা প্রসারিত কত্তে শিখবে, তখন সাধারণতন্ত্রমতে সঙ্ঘের কাৰ্য্য চলতে পারবে। সেই জন্য এই সঙ্গে ঘর একজন Dictator বা প্রধান পরিচালক থাকা চাই । সকলকে তঁর আদেশ মেনে চলতে হবে। তার পর কালে সকলের মত লয়ে কাৰ্য্য করা হবে । “আমরা র্যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা র্যাহাকে জীবনের আদর্শ ক’রে সংসারাশ্রমে কাৰ্য্যক্ষেত্রে রয়েছেন, যাহার দেহাবসানের বিশ বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তঁহার পুণ্য নাম ও অদ্ভুত জীবনের আশ্চৰ্য্য প্রসার হয়েছে, এই সঙ্গব তাহারি নামে প্রতিষ্ঠিত হবে । আমরা প্রভুর দাস । আপনারা একাৰ্য্যে 6ਜ শ্ৰীসূক্ত গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত গৃহিগণ এ প্রস্তাবে অনুমোদন করিলে রামকৃষ্ণসঙ্ঘের ভাবী কাৰ্য্যপ্ৰণালী আলোচিত হইতে লাগিল। সঙ্ঘের নাম রাখা হইল-রামকৃষ্ণ-প্রচার বা রামকৃষ্ণ-মিশন। উহার উদ্দেশ্য প্রভৃতি আমরা উহার মুদ্রিষ্ঠ বিজ্ঞা হইতে উদ্ধৃত করিলাম। w উদ্দেশ্য ঃ-মানবের হিতার্থ শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা 8
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।