সপ্তম বাল্পী । তাহার প্রচার এবং মনুষ্যের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তন্তু প্ৰযুক্ত হইতে পারে, তদ্বিষয়ে সাহায্য করা এই “প্রচারের” (মিশনের ) ਚੌਥ ব্ৰতঃ-জগতের যাবতীয় ধৰ্ম্মমতকে এক অক্ষম সনাতন ধৰ্ম্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধৰ্ম্মাবলম্বীদিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ যে কাৰ্য্যের অবতারণা করিয়াছিলেন, তাহার পরিচালনাই এই “প্রচারের” (মিশনের) ব্ৰত। কাৰ্য্যপ্রণালীঃ-মানুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপস্ক্স লোক শিক্ষিত করণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহ বৰ্দ্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধৰ্ম্মভাব, রামকৃষ্ণজীবনে যেরূপে ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনসমাজে প্ৰবৰ্ত্তন। ভারতবর্ষীয় কাৰ্য্য ৪-ভারতবর্ষের নগরে নগরে আচাৰ্যব্রত গ্ৰহণাভিলাষী গৃহস্ত বা সন্নাসীদিগেব শিক্ষার আশ্রমস্থাপন এবং যাহাতে তাহারা দেশদেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত্ত করিতে পারেন, তাহার উপায় অবম্বন । বিদেশীয় কাৰ্য্যবিভাগ :-ভারতবহির্ভূত প্ৰদেশসমূহে “ব্ৰতধারী প্রেরণ এবং তত্তৎদেশে স্থাপিত আশ্রমসকলের সহিত ভারতীয় আশ্রমসকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতিবৰ্দ্ধন এবং নুতন নূতন আশ্রম সংস্থাপন। স্বামিজী স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন। স্বামী ব্ৰহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি ও স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন। বাবু, নরেন্দ্রনাথ মিত্ৰ এটনী মহাশয় ইহার
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।