পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । স্বামিজী। কি জানিস? সাধারণ ভক্তেরা। "ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্ৰভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্তভাবময়। ব্ৰহ্মজ্ঞানের ইয়ত্ত হয় ত, প্রভূর অগম্য ভাবের ইয়ত্তা নাই। "তার কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এখনি তৈরী হতে পারে। তবে তিনি তা না করে, ইচ্ছা করে, এবার আমার ভিতর দিয়ে, আমাকে যন্ত্র করে এইরূপ করাচ্চেন-তা আমি কি করুব, বল ? এই বলিয়া স্বামিজী কাৰ্য্যাস্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, “আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি ? বলে কি না ঠাকুরের কৃপাকটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরী হতে BB S SDD TDBDDuD S DBBBBBD DD BuBuuukDB BD DDD যদি হ’ত ত’। ধন্য হাতুম।” শিষ্য। মহাশয়, স্বামিজীর সম্বন্ধে ঠাকুর কি বলিতেন ? বোগানন্দ । তিনি বলতেন, ‘এমন আধার। এ দুগে জগতে আর কখন আসেনি।” কখনও বলতেন, ‘নরেন। পুরুষ-তিনি প্রকৃতি’-“নরেন তার শ্বশুর ঘর।” কথনও বলতেন, “অখণ্ডের থাকৃ’ । কখনও বলতেন, “অখণ্ডের ঘরেযেখানে দেবদেবী সকলেও ব্ৰহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব , পৃথক রাখতে পারেন নাই, লীন হয়ে গেছেন-সাত জন ঋধিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি ; নরেন তাহাদেরই ঐকজনের অংশাবতার।’ কখন वनंठन, 'ख्रशं९°ांगक नांद्रांद्र, नद्र ७ नांब्रांप्र१ नांग ६ श्रे ঋষিমূৰ্ত্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা r