স্বামি-শিষ্য-সংবাদ। বারম্বার শুনুলুম, চব্বিশ ঘণ্টা তার সঙ্গে বসবাস কবুলুম তৰু আমাদেরও মধ্যে মধ্যে সন্দেহ আসে । * তা-অন্তে পরে কী কথা। শিষ্য। মহাশয়, ঠাকুর যে পূৰ্ণব্ৰহ্ম ভগবানু, এ কথা তিনি আপনাকে নিজ মুখে। কখনও বলিয়াছিলেন কি ? স্বামিজী । কতবার বলেছেন। আমাদের সব্বাইকে বলেছেন। তিনি যখন কাশীপুরের বাগানে--যখন শরীর যায় যায়তখন আমি তীর বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পাের, “আমি ভগৱান, তবে বিশ্বাস করব, “তুমি সত্য সত্যই ভগবান। তখন শরীর যাবার দুই দিন মাত্র বাকী। ঠাকুর তখনি হঠাৎ আমার দিকে চেয়ে বল্লেন, “যে রাম, যে কৃষ্ণ-সেই ইদানীং এ শরীরে রামকৃষ্ণ-তোর বেদান্তের দিক দিয়ে নয়।” আমি শুনে অবাক হয়ে রইলুম! প্রভূর শ্ৰীমুখে বার বার শুনেও আমাদেরই এখনও পূর্ণ বিশ্বাস হলো না-সন্দেহ, নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয়-ত "অপরের কথা আর কি DBD S SBDBDDBD DD BDDDB BB DDBBD DDD ব’লে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ, ব্ৰহ্মজ্ঞ-এসব ব’লে ভাবা চলে। তা যাই কেন তঁকে বল না, ভাবুনা,-মহাপুরুষ বল, ব্ৰহ্মজ্ঞ বল, তাঁতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মত এমন পুরুষোত্তম জগতে देडिभूत वांब कथन७ यांशश्न कब्रन नांछे ! गशांद्रन ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ-স্বরূপ! vo
পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।