পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম ব্যীি। এর আলোতেই মানুষ এখন সংসার-সমুদ্রের পারে চলে सांय । শিষ্য। মহাশয় আমার মনে হয়, কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না। শুনিয়াছি, মথুর বাবুঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন। তাই ঠাকুরে তার অত বিশ্বাস হইয়াছিল। • স্বামিজী। যার বিশ্বাস হয় না, তার দেখলেও বিশ্বাস হয় না, মনে रुद्र भांथाद्ध ड्रल, श्व देऊनि । श्रीं]ांक्षन७ विशंक्र° দেখেছিল-অৰ্জ্জুনও দেখেছিল। অৰ্জ্জুনের বিশ্বাস হ’ল। झाक्षन cङकोदोस्रो उाबgन। ठिनि ना दूशाल किङ्क বলবার বা বুঝবার যে নাই। না দেখে না। শুনে কারও ষোল আনা বিশ্বাস হয় ; কেউ বার বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্চে-তঁর কৃপা ; তবে লেগে থাকতে হবে, তবে তার কৃপা হবে । Υ শিষ্য। কৃপার কি কোন নিয়ম আছে, মহাশয় ? স্বামিজী। হঁও বটে, নাও বটে। विषा। किलoों ? স্বামিজী। যারা কায়মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ? -- প্ৰবল, যারা সদস্যুৎ বিচারবান এবং ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্ৰকৃতির जकीय निब्रभद्र (natural law ) बांदेश, cकiन निम्रभ নীতির বশীভুত নন-ঠাকুর। যেমন বলতেন, “র্তার ছেলের w