পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুচীপত্র। পূর্ব কাণ্ড । কাল-১৮৯৭ খ্ৰীষ্টাব্দ হইতে ১৮৯৮ খ্ৰীষ্টাব্দ । প্রথম বল্লী-স্থান-কলিকাতা, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটী, বাগবাজার। বর্ষ-১৮৯৭ খ্ৰীষ্টাব্দ । বিষয়-স্বামিজীর সহিত শিষ্যের প্রথম পরিচয়-“মিরর’ সম্পাদক শ্ৰীনরেন্দ্রনাথ সেনের সহিত আলােপন-ইংলণ্ড ও আমেরিকার তুলনায় আলোচনা-ভারতবাসী কৰ্ত্তক পাশ্চাত্যে ধৰ্ম্মপ্রচারে ভবিষ্যৎ ফল-ধৰ্ম্ম ও রাজনীতি চৰ্চার মধ্যে কোনটীর দ্বারা ভারতের ভূবীি কল্যাণগোরক্ষা প্রচারকের সহিত আলাপ-মানুষ রক্ষা অগ্ৰে কৰ্ত্তব্য। পৃষ্ঠা-১ দ্বিতীয় বল্পী-স্থান-কলিকাতা হইতে কাশীপুরে যাইবার পথে ও ৬/গোপাললাল শীলের বাগানে। বর্ষ-১৮৯৭ খ্ৰীষ্টাব্দ । বিষয়-চেতনের লক্ষণ জীবন-সংগ্রাম-পটুতা-মনুষ্যজাতির জীবনী শক্তি পরীক্ষারও ঐ নিয়ম-ভারতের জন্ডুত্বের কারণ, আপনাকে শক্তিহীন মনে করা-প্ৰত্যেকের ভিতরেই অনন্ত শক্তির উৎসস্বরূপ আত্মা বিদ্যমান-উহা দেখাইতে বুঝাইতেই মহাপুরুষদিগের আগমন—ধৰ্ম্ম অনুভূতির বিষয় -তীব্র ব্যাকুলতাই ধৰ্ম্মলাভের উপায়-বৰ্ত্তমান যুগে গীতোক্ত কৰ্ম্মের আবশ্যকতা-গীতাকার শ্ৰীকৃষ্ণের পূঞ্জ চাই-ব্রজোগুণের উদ্দীপনা দেশে প্রয়োজন। পৃষ্ঠা-১৯ তৃতীয় বল্পী-স্থান-কাশীপুর, ৮ গোপাললাল শীলের বাগান বিষয়-স্বামিজীর অদ্ভুত শক্তিপ্রকাশ-কলিকাতার বড়বাজার পল্লীর বিশিষ্ট হিন্দুস্থানী পণ্ডিতগণের স্বামিজীকে দেখিতে