পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । বাড়ী বেড়াইয়া আসিতে চলিলেন। সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য । গিরিশবাবুর বাড়ী উপস্থিত হইয়া উপবেশন করির স্বামিজী বলিতে লাগিলেন, “জি সি, মনে আজকাল কেবল উঠছে—এটা করি, সেটা করি, তঁর কথা জগতে ছড়িয়ে দেই ইত্যাদি । আবার ভাবিএতে বা ভারতে আর একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে। তাই * অনেক সামূলে চলতে হয়। কখনও ভাবি-সম্প্রদায় হোক। BBDBuDYYS DB BDBBLD DBDD Yz DD BDBB DDS সমদৰ্শিতাই তার ভাব । এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি। তুমি কি বল ?” গিরিশবাবু। আমি আর কি ব’লব ? তুমি তার হাতের যন্ত্র। छा कब्रांप्बन, उांशै cऊांभारक श्प्ड श्वातंत्र । आणि अऊभऊ বুঝি না। আমি দেখছি প্ৰস্তুর শক্তি তোমায় দিয়ে কাৰ্য্য করিয়ে নিচ্ছে। সাদা চোখে দেখছি। স্বামিজী। আমি দেখছি, আমরা নিজের খেয়ালে কাৰ্য্য করে যাচ্ছি। তবে বিপদে, আপদে, অভাবে, দারিদ্র্যে তিনি crej frc for ofte 5ffa, Guide করেন-ঐটী দেখতে পেয়েছি। কিন্তু প্রভুর শক্তির কিছুমাত্ৰ ইয়াত্ত করে উঠতে পারলুম না! --গিরিশবাৰু। তিনি বলেছিলেন, “সব বুঝলে এখনি সব ফাকা হয়ে পড়বে। কে করবে, কারেই বা করাৰে ?” এইরূপ কথাবাৰ্ত্তার পর আমেরিকার প্রসঙ্গ হইতে লাগিল। গিরিশবাবুই স্থা করিয়াই যেন স্বামিজীর মন প্রসঙ্গান্তরে ফিরাইয়া BBS B u DBDS BDBBDD DBBK DBLL SDD DD ஆ