পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম বল্পী। অন্য সময়ে আমাদিগকে বলিয়াছিলেন, “ঠাকুরের শ্ৰীমুখে শুনেছিং ঐরূপ কথা বেশী কহিতে কহিতে স্বামিজীর সংস্কার বৈরাগ ও ঈশ্বরোদ্দীপনা হয়ে, যদি একবার স্বস্বরূপের দর্শন হয়-তিনি যে কে একথা জানতে পারেন—তবে আর এক মূহুৰ্ত্তও তার দেহ থাকবে না।” তাই দেখিয়াছি, স্বামিজীর সন্ন্যাসী গুরুভ্রাতৃগণও তিনি চব্বিশ ঘণ্টা ঠাকুরের কথাবাৰ্ত্ত কহিতে আরম্ভ করিলে স্বামিজীকে প্রসঙ্গান্তরে মনোনিবেশ করাইতেন। সে যাহা হউক, আমেরিকার প্রসঙ্গ করিতে করিতে স্বামিজী তাহাতেই মাতিয়া গেলেন। ওদেশের সমৃদ্ধি, স্ত্রীপুরুষের গুণাগুণ, ভোগবিলাস ইত্যাদি নানা কথা বর্ণনা করিতে লাগিলেন। VIR