পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अछेष दहौ । sKK D DDDB BDB ED D BBD DBSBDDS স্বামিজী উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন, “লোকে বলে, গেরণের সময় যে যা করে, সে তাই নাকি কোটিগুণে পায়—তাই ভাবলুম মহামায়া এ শরীরে সুনিদ্রা দেন নাই ; যদি এই সময় একটু ঘুমুতে পারি ত এর পর বেশ ঘুম হবে, কিন্তু তা হ’ল না ; জোর ১৫ মিনিট ঘুম ३अCछ ।” অনন্তর সকলে স্বামিজীর নিকট আসিয়া উপবেশন করিলে স্বামিজী শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন। শিষ্য ইতিপূৰ্ব্বে কখনও স্বামিজীর সমক্ষে বক্তৃতা করেন নাই। তাহার বুক দুৰ্ব্ব দুরু করিতে লাগিল। কিন্তু স্বামিজী ছাড়িবার পাত্র নহেন। সুতরাং শিষ্য উঠিয়া “পরাঞ্চি খানি ব্যস্তৃণাৎ স্বয়ম্বু” মন্ত্রটার ব্যাখ্যা করিতে লাগিল, পরে “গুরুভক্তি” ও “ত্যাগের’ মহিমা বর্ণনা করিয়া ব্ৰহ্মজ্ঞানই যে পরম পুরুষাৰ্থ, ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল। স্বামিজী পুনঃ পুনঃ করতালি দ্বারা শিষ্যের উৎসাহ বৰ্দ্ধনাৰ্থ বলিতে লাগিলেন, “আহা! সুন্দর বলেছে।” ” অনন্তর শুদ্ধানন্দ, প্ৰকাশানন্দ প্ৰভৃতি কয়েকজন স্বামীকে স্বামিজী কিছু বলিতে আদেশ করিলেন। স্বামী শুদ্ধানন্দ ওজস্বিনী , ভাষায় ‘ধ্যান’ সম্বন্ধে নাতিদীর্ঘ এক বক্তৃতা করিলেন। অনন্তর স্বামী প্ৰকাশানন্দ প্ৰভৃতিও ঐ রূপ করিলে স্বামিজী উঠিয়া বাহিরের বৈঠকখানায় আগমন করিলেন। তখনও সন্ধ্যা হইতে প্ৰায় এক ঘণ্টা বাকী আছে। সকলে ঐ স্থানে আসিলে স্বামিজী: বলিলেন, “তোদের কার কি জিজ্ঞাস্য আছে বল।” இல்