পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । হয়। ঐ রূপ সত্যসঙ্কল্প অবস্থা লাভ হইলেও যে সমনস্ক থাকতে পারে ও কোন আকাজক্ষার দাস হয় না, সে-ই ব্ৰহ্মজ্ঞান লাভ করে। আর ঐ অবস্থা লাভ ক’রে যে বিচলিত হয়, সে নানা সিদ্ধি লাভ ক’রে পরমার্থ হতে ভ্ৰষ্ট হয়। এই কথা বলিতে বলিতে স্বামিজী পুনঃ পুনঃ “শিব” “শিব” নাম উচ্চারণ করিতে লাগিলেন। অবশেষে আবার বলিলেন, “ত্যাগ ভিন্ন এই গভীর জীবন-সমস্তার রহস্যভেদ কিছুতেই হবার নহে। ত্যাগ-ত্যাগ-ত্যাগ, ইহাই যেন তোদের :জীবনের মূলমন্ত্র হয়। “সৰ্ব্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্য মেবাভিয়াম।” ”