পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম বল্পী । স্থান-কলিকাতা । বর্ধ-১৮৯৭ খষ্টাব্দ, মাৰ্চ ও এপ্রিল। DDSYSgBDu DBDB DDB KBBDYiKBD ELLK BDD ও প্রশংসা-ভারতের স্ত্রীলোকদিগের অন্য দেশের সহিত তুলনায় বিশেষত্বস্ত্রীপুরুষ সকলকে সমভাবে শিক্ষা দেওয়া কৰ্ত্তব্য-সামাজিক কোন নিয়ম জোর করিয়া ভাঙ্গিবার প্রয়োজন নাই, শিক্ষার প্রভাবে লোকে মন্দ নিয়মগুলি স্বতঃই ছাড়িয়া দিবে। স্বামিজী আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া কয়েক দিন যাবৎ কলিকাতাতেই অবস্থান করিতেছেন। বাগবাজারের ৬৮ বলরাম বসু মহাশয়ের বাড়ীতেই রহিয়াছেন। মধ্যে মধ্যে পরিচিত ব্যক্তিদিগের বাটীতে ঘুরিয়াও বেড়াইতেছেন। আজ প্রাতে শিষ্য স্বামিজীর কাছে আসিয়া দেখিল, স্বামিজী ঐরুপে বাহিরে যাইবার, জন্য প্ৰস্তুত হইয়াছেন। শিষ্যকে বলিলেন, “চল-আমার সঙ্গে যাবি”-বলিতে বলিতে স্বামিজী নীচে নামিতে লাগিলেন ; শিষ্যও পিছু পিছু চলিল। একখানি ভাড়াটিয়া গাড়ীতে তিনি শিষ্য সমভিব্যাহারে উঠলেন ; গাড়ী দক্ষিণমুখে চলিল । শিষ্য ।” মহাশয়, কোথায় যাওয়া হইবে ? ', স্বামিজী। চলন-দেখিবি এখন। এইরূপে কোথায় যাইতেছেন তদ্বিষয়ে শিষ্যকে কিছুই না বলিয়াগাড়ী বিন্ডন ষ্ট্রীট উপস্থিত হইলে কথাচ্ছলে বলিতে লাগিলেন, ዓx9