পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नवय बहौ। গায়ে গায়ে গিয়েmass এর ( জনসাধারণের) মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে। আর ব্ৰহ্মচারিণীর মেয়েদের মধ্যে শিক্ষাবিস্তার করূবে। কিন্তু দেশী ধরণে ঐ কাজ কত্তে হবে। পুরুষদের জন্য যেমন কতকগুলি centre (শিক্ষাকেন্দ্র ) কত্তে হবে, মেয়েদের শিক্ষণ দিতেও সেইরূপ কতকগুলি কেন্দ্ৰ কত্তে হবে। শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্ৰহ্মচারিণীরা ঐ সকল কেন্দ্ৰ মেয়েদের শিক্ষার ভার নেবে। পুরাণ, ইতিহাস, গৃহকাৰ্য্য, শিল্প, ঘরকন্নার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। ছাত্রীদের ধৰ্ম্মপরায়ণ ও নীতিপরায়ণ কন্তে হবে। কালে যাতে তারা ভাল গিয়ী তৈরী হয়, তাই কত্তে হবে। এই সকল মেয়েদের সন্তানসন্ততিগণ পরে ঐ সকল বিষয়ে আরও উন্নতি লাভ কত্তে পারবে। যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন, তাদের ঘরেই বড় লোক জন্মায়। মেয়েদের তোরা এখন যেন কতকগুলি manufacturing. machine (ritr < rr r ) vt3 g(ferti Stat রাম! এই কি তোদের শিক্ষার ফল হ’ল ? মেয়েদের আগে তুলতে হবে, massাকে (আপামর সাধারণকে ) জাগাতে হবে ; তবে ত দেশের কল্যাণ—ভারতের কল্যাণ! গাড়ী এইবার কর্ণওয়ালিস স্ত্রীটের \ব্রাহ্মসমাজ ছাড়াইয়া অগ্রসর হইতেছে দেখিয়া গাড়োয়ানকে বলিলেন, “চোরবাগানের রাস্তায় চল।” গাড়ী যখন ঐ রাস্তায় প্রবেশ করিল, তথন স্বামিজী শিষ্যের নিকট প্ৰকাশ করিলেন, মহাকালী পাঠশালার স্থাপনকত্রী ፃ¢