পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম বল্পী । কেবল পূজাপদ্ধতি শেখালেই হবে না ; সব বিষয়ে চােঞ্চ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারীচরিত্র সকল ছাত্রীদের সামূনে সৰ্ব্বদা ধ’রে উচ্চ ত্যাগীরূপ ব্ৰতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মারা-এদের জীবনচরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ঐ রূপে গঠিত করতে বলতে হবে। গাড়ী এইবার বাগবাজারে ৬/বলরাম বসু মহাশয়ের বাড়ীতে পৌঁছিল। স্বামিজী অবতরণ করিয়া উপরে উঠলেন এবং তঁহার দর্শনাভিলাষী হইয়া যাহারা তথায় উপস্থিত ছিলেন, তাহদের সকলকে মহাকালী পাঠশালার বৃত্তান্ত আঙ্ক্যোপাস্তু বলিতে লাগিলেন । পরে নূতন গঠিত “রামকৃষ্ণ মিশনের” সভ্যদিগের কি কি কাব্য করা কীৰ্ত্তব্য, তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে “বিদ্যাদান।” ও “জ্ঞানদানের শ্রেষ্ঠত্ব বহুধা প্ৰতিপাদনা করিতে লাগিলেন । শিষ্যকে লক্ষা করিয়া বলিলেন, “Educate, educate ( শিক্ষা ÇAY, শিক্ষা দে ), নান্যঃ পন্থা বিদ্যতে হয়নায়।” শিক্ষাদানের বিরোধী দলের প্রতি কটাক্ষ করিয়া বলিলেন, “যেন পেহলাদের দলে যাসনি।” ঐ কথার অর্থ জিজ্ঞাসা করায় স্বামিজী বলিলেন, “শুনিসনি ? “ক” অক্ষর দেখেই প্ৰহলাদের চোখে জল এসেছিলতা আর পড়াশুনো কি করে হবে ? অব৯) প্ৰহলাদের চোখে প্রেমে জল এসেছিল ও মুর্থীদের চোখে জল ভয়ে এসে থাকে। ভক্তদের ভিতরেও অনেকে ঐ রকমের আছে।” সকলে ঐকথা শুনিয়া হাস্ত করিতে লাগিল। স্বামী যোগানন্দ ঐ কথা শুনিয়া りア>