পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 জীর সমগ্র জীবনীর একটি সুসম্বন্ধ আলোচনা, তাহার সর্বতোমুখী প্ৰতিভা ও অনুপম চরিত্রের আরও সুক্ষ্ম ও বিস্তৃত বিশ্লেষণ ও অন্যান্য প্রসঙ্গের অবতারণা এই গ্রন্থে সম্ভবপর হইয়া উঠিল না। শুধু জীবনের ঘটনাগুলি মাত্র বিবৃত করিয়া ক্ষান্ত হইলাম। ইচ্ছা আছে, পরে ঠাকুরের রূপা হইলে ঐ সকল বিষয় স্বতন্ত্র গ্রন্থাকারে পাঠকবর্গকে উপহার দিব । এই গ্ৰন্থ মধ্যে মুদ্রাঙ্কনসম্বন্ধীয় যে সকল ত্রুটি ও ভ্ৰম আছে। অশেষ চেষ্টা সত্ত্বেও তাহ সম্পূর্ণ নিরাকৃত করিতে সমর্থ হই নাই। তেজন্যও পাঠকবর্গের নিকট মাৰ্জনা ভিক্ষা করি। কিমধিকমিতি -নিবেদক " ص শ্ৰীপ্ৰমথনাথ বসু।