পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उछéन0श } অভিবাদান্তে স্বামিজী রহস্য করিরা বলিলেন ‘জি, সি, * তুমি ত এ সকল কিছুই পড়লে না। শুধু কেষ্ট্রে বিষ্ট নিয়েই দিনটা কাটালে।” গিরিশবাবু বলিলেন “ভাই, আমার আর ওসব পড়ে কি হবে ? আমার শক্তিও নেই, সময়ও নেই"। আমি দূর থেকে বেদবেদান্তকে নমস্কার ক’রে ঠাকুরকে স্মরণ কৰ্ত্তে কৰ্ত্তে পাড়ি মাস্ব। তোমাকে দিযে র্তার লোকশিক্ষা দিবার দরকার ছিল, তাই তোমাকে ওসব পড়তে হয়েছে।” এই বলিয়া ভক্তশ্রেষ্ঠ সেই বৃহৎ বেদগ্ৰস্তগুলিকে পুনঃ পুনঃ প্ৰণাম করিতে লাগিলেন ও বলিতে লাগিলেন “জন্য বেদারূপী শ্ৰীরামকৃষ্ণের জয় ” গিরিশবাবু স্বামিজীর স্বভাব উত্তমৰূপে অবগত ছিলেন। স্বামিজী যে প্রকৃতই ভক্তিমার্গের নিন্দ করিবার উদ্দেশ্যে ঐ কথাগুলি বলেন নাই তাহা বুঝিতে পারিলেন, কারণ তঁহার স্বভাবই ছিল যখন যে বিষয়ে বলিতেন তখন তাহার উপর বিশেষ জোর দিয়া গভীর ভাবে তাহা মনোমধ্যে অঙ্কিত করিয়া দিতেন। সেইজন্য বলিলেন “আচ্ছা নরেন, একটা কথা তোমায় জিজ্ঞাসা করি। বেদ বেদান্ত ত তুমি ঢ়ের পড়েছি, কিন্তু তাঁহাতে দুঃখীর দুঃখ, বুভুফুর আর্তনাদ, আর ব্যভিচারাদি পাপস্রোত নিবারণের কোন ব্যবস্থা আছে কি ? রোজই শুনি, ঐ অমুক বাড়ীর গিন্নিযার বাড়ীতে এককালে প্ৰত্যহ ৪,০৫০ খানা পাত পড়িতে।-- আজ তিনদিন হাঁড়ি চাপায়নি , অমুক বাড়ীর এক অনাথা কুলস্ত্রীকে দুষ্টদের অত্যাচারে প্রাণ হারাতে হয়েছে ; অমুক

  • স্বাণিজী। গিরিশবাবুকে জি, সি, বলিয়া ডাকিতেন,

SCB)