স্বামী বিবেকানন্দ। তাহাকে আশ্বস্ত করিবার জন্য স্বামিজী এই পত্ৰখানি লেখেন। ইহার আরম্ভে দেখিতে পাই বারংবার আত্মসম্মানে আঘাত পাওয়ায় উদ্যতরোষ সন্ন্যাসীর কঠোর ভ্রভঙ্গ ও অসহিষ্ণুতা, আবার শেষে দেখি আজন্ম সংযমীর অদ্ভুত তিতিক্ষী, ব্রহ্মনিষ্ঠেব সাংসারিক বিষযে সম্পূর্ণ নির্লিপ্তত। বাস্তবিক ইহার প্রতি ছত্রে নির্দোষীর ন্যায়সঙ্গত ক্রোধের ভাব এবং বৈবাগীিব স্বাভাবিব উদাসীনতা ও বিরক্তি অতি সুন্দরভাবে পৰিস্ফুট হইযাছে। লিপিসাহিত্যে একরূপ পত্ৰ অল্পই দেখিতে পাওযা যাব । শ্যামল । নিম্নে উহার ভাবাৰ্থ দিবার চেষ্টা করিলাম।-- “বিস্তর আমেরিকান কাগজের টুকরা টুকব| অংশ অংশ)- হস্তগত হইযাছে, তাহাতে দেখিতেছি আমেরিকান বর্মণীগণ সম্বন্ধে আমার উক্তি লইযা ভিন্ন ভিন্ন আমেরিকান পত্রে কি ভয়ঙ্কর সমালোচনা ও আমি জাতিচু্যুত হইযাছি বলিযা কি আশ্চৰ্য্য সংবাদই প্ৰকাশিত হইয়াছে। যেন সন্ন্যাসীরও অবাক জাতি বলিয়া একটা যাইবার কিছু আছে! আমার পাশ্চাত্যদেশ গমনে জাতিনাশ ত হযই নি, ববং উহা দ্বারা সমুদ্রযাত্রার বিরুদ্ধে যে একটা প্ৰবল আপত্তি ছিল তাহা প্ৰভূত পরিমাণে হ্রাস প্রাপ্ত হইয়াছে। আমাকে যদি জাতিচু্যুত করিতে হইত, তাহা হইলে অৰ্দ্ধেক দেশীষ রাজ। ও প্রায় সমস্ত শিক্ষিত ভারতবাসীকেও যে সেই সঙ্গে জাতিচু্যত DDDB DDBDSS SDDDS S BBBBB BD DBDB DDBBDS SDBYTS সন্ন্যাস গ্রহণের পূর্বে আমি যে জাতিভুক্ত ছিলাম সেই জাতিক এক্টন গ্ৰধান রাজা আমার সম্মানের জন্য এক ভোজ দিয 8 R
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।