পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়ায় । তাহাতে ঐ জাতীয় সমস্ত প্ৰধান প্ৰধান ব্যক্তিকে নিমন্ত্রিত করিয়াছিলেন । * * * * *, আর প্রিয় ম-এই পা দু’খানা বোধ হয় শ’খানেক রাজবংশীয় ব্যক্তি কর্তৃক ধোয়ান, মুছান হই যাছে ও পূজা পাইযাছে, আর দেশের উন্নতি এখন যেমন হুহু ক’রে এগিসে চলেছে, এৰূপ আগে আর কখনও তযনি । এইটি বল্লেই বোধ হত্য যথেষ্ট হবে যে আমি য়াস্তায় বেকলেই লোকে বা ভিড় ঠিক বাখবার জন্য পুলিস পাহারা মোতায়েন রাখতে হয়েছে। একেই কি বলে জাতিচু্যুতি, সমাজচ্যুতি? অবিশ্যি ওতে ‘মিস্ত্ৰ” (মিসনবী) বেচারাদের মুখটি চুপসে গেছে। কিন্তু তঁরা এখানকার কে ? কেউই নয়। আমরা তাদের অস্তিত্ব টেরও পাইনে-দিব্যি আছি। একটা বক্তৃতাষ আমি এই ‘মিসু”দের সম্বন্ধে ও তঁাদের উৎপত্তি নিয়ে দু’একটা কথা বলেছিলাম-- অবশ্য ইংরেজ ধৰ্ম্মযাজকদের বাদ দিয়ে-আর সেই সঙ্গে আমেরিকার চার্চওয়ালী স্ত্রীলোকদের ও তাদের কুৎসা উদ্ভাবনের শক্তি সম্বন্ধে একটু উল্লেখ করেছিলাম। এইটাকে নিয়ে মিসুর খুব লাফালাফি করে বলে বেড়াচ্ছে। আমি নাকি সমস্ত আমেরিকান নারীজাতির নিন্দা করিছি।--মতলব আর কিছুই নয়, ওদেশে আমি যে কাজটা ক’রে এসেছি সেটা পাণ্ড করা, কারণ ওরা খুব জানে ঐ কথা বল্লেই ওদেশের লোকের কাছে ওদের একটু সুবিধে হবে। প্রিয় ম-, ধরা যেন আমি ইয়াঙ্কিদের ( আমেরিকানদের ) বিরুদ্ধে ঐ সব অযথা কথা বলেছি, --কিন্তু তা’হলেও তারা আমাদের মাতা বা ভগ্নীর সম্বন্ধে যে 8