আলমোড়ায় । দীনদুঃখী—তারাই আমার দেবতা, তারাই আমার ভগবান'- আমি শুধু যেন তাদেরই সেবা কৰ্ত্তে পারি। “যিনি তোমার অন্তরে বাহিরে, তুমি যাহার স্থূলদেহ ও যিনি “সৰ্ব্বতঃ পাণিপদে৷”—শুধু সেই বিরাটু আত্মার পূজা কর, আব্ব সব ঠাকুব ভাঙ্গিয়া ফেল। “যিনি উদ্ধ, অধঃ, সাধু পাপী ও ব্ৰহ্ম হইতে কৃমিকীট পৰ্যন্ত সব্বত্র বিদ্যমান, যিনি দৃশ্য, জ্ঞেয়, সত্য ও সর্বত্যাগী-শুধু তঁহাকেই পূজা কর, আর সব দেবতা চূৰ্ণ করিয়া ফেল। “যাহার ভূত ভবিষ্যৎ নাই, মৃত্যু নাই, গমনাগমন নাই, যাহাতে আমরা বিদ্যমান আছি ও চিরদিন থাকিব, তাহারই উপাসনা করি আর সব দেবতা ভাঙ্গিয়া ফেল । “আমার সময় সংক্ষিপ্ত। তবে যা বলবার আছে তা” বলতেই হবে-তাতে যার যেখানে ঘা লাগে লাগুক । সুতরাং প্রিয় ম-, আমার মুখ থেকে যা শুনিছ তাতে করে ভয় পেয়ো না-কারণ আমার পশ্চাতে যে শক্তি রয়েছে- সে বিবেকানন্দের শক্তি নয়, তারই শক্তি-সেই প্ৰভু, যিনি জানেন কিসে ইষ্টানিষ্ট, শুভাশুভ। যদি আমায় জগৎকে খুন্সী কৰ্ত্তে হয় তাতে জগতের অনিষ্ট হবে ; অধিকাংশ লোকের কথাটাই ঠিক নয়, কারণ দেখ, তারাই তা জগতের এই দুঃখ কষ্ট স্বষ্টি করেছে। নূতন চিন্তা বা ভাব দেখলেই লোকে তার পিছনে লাগবে - সভ্যসমাজে হয়ত একটু বাহু, ভদ্রতার খাতিরে নাসিকা কুঞ্চিত ক’রে, আর অসভ্য চাষার দলে ভীষণ চীৎকার, গলাবাজী ইত্যর গালিগালাজ ও অভদ্র অপবাদ রটনা করে। কিন্তু এই সব 8
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।