স্বামী বিবেকানন্দ । প্রভৃতি প্ৰত্যেক বড় বড় বক্তৃতাতেই বলিয়াছেন কতকটা পথ পরিষ্কার ও কাষের সুবিধা হইয়াছে বটে’, আর মার্কিশজাতির সহৃদয়তার জন্য পুনঃ পুনঃ মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা প্ৰকাশ করিয়াছেন । ইহাতেও যে ব্যারোজ সাহেব কি করিয়া লিখিষাf(61 he seems to have lost his head (f(Krinces মাথা খারাপ হকীয়া গিয়াছে ) এ কথাটা আমরা বুঝিতে পারি না। কিন্তু স্বামিজী কিছু বলুন বা না বলুন, বেদান্তের প্রভাব যে পাশ্চাত্যদেশেবা শিক্ষিত সমাজে ক্রমশঃ বহু বিস্তৃত হইয়া পড়িতেছিল তাহ সারা বুলের চিঠিতেই বুঝিতে পারা যায়। তিনি লিখিতেছেন The German schools, the English Orientalists and our own Emerson testify to the fact that it is literally true that Vedantic thought pervades the Western thought of to-day. অর্থাৎ "জৰ্ম্মাণ ও ইংরাজ পণ্ডিতগণ ও আমাদের এমাসনের লেখাই সাক্ষী, বেদান্তের ভাব আজকাল পাশ্চাত্য চিন্তাধারার সঙ্গে কতটা পরিমাণে মিশিয়াছে।” বাস্তবিক বেদান্তের এই সাৰ্বভৌমিকত্বের উল্লেখ করিয়াই স্বামিজী সময়ে সময়ে বলিয়াছেন “thousands in the west are Vedantists' ( itty's শত শত লোক আজ বেদান্তের ভক্ত ) কথাটা কি মিথ্যা ? না, অতিরঞ্জিত ? 蛇 তারপর তৎকর্তৃক আমেরিকান রমণীগণের নিন্দা। কথাটা যে সম্পূর্ণ কাল্পনিক ও বিকৃত তাহা তাহার যে কোন ዓ (t ©
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।