স্বামী বিবেকানন্দ। অম্বালাতে তিনি এক সপ্তাহ রহিলেন। মিঃ ও মিসেস সেভিয়ার সিমলা হইতে এখানে তঁহাকে দর্শন করিতে আসিয়াছিলেন। শরীর পৃব্বাপেক্ষা একটু ভাল বোধ হওয়াতে সকলেই আনন্দিত হইলেন ও অনেক সন্ত্রাস্তু শিক্ষিত লোক তঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। তঁহাদিগের মধ্যে হিন্দু, মুসলমান, ব্ৰাহ্ম, আৰ্য্যসমাজী প্ৰভৃতি বিভিন্ন মতাবলম্বী লোক ছিলেন স্বামিজী তাহাদের সহিত নানাবিধ তত্ত্বের আলোচনা করিলেন, বিশেষতঃ আৰ্য্যসমাজীদের সহিত বিশেষভাবে শাস্ত্রালোচনা হষ্টল। তাহারা তাহাকে নানাবিধ কুট প্রশ্ন করিতে লাগিলেন, কিন্তু তিনি যথাযথ উত্তর দানে সকলকেই নিরস্ত করিলেন। এমন কি, একদিন উদরের যন্ত্রণার জন্য রাত্রে অনাহারে থাকিয়াও দেড় ঘণ্টা যাবৎ হৃদয়গ্ৰাহী উপদেশ দিয়াছিলেন, ১৬ই তারিখে লাহোর কলেজের জনৈক অধ্যাপক একটি ফনোগ্রাফ যন্ত্র লইয়া আসিয়া তাহাকে উহার মধ্যে বক্তৃতা করিতে অনুরোধ করিলে তিনি তঁহার অনুরোধ রক্ষা করিয়া একটি বক্তৃতা দিলেন। মোটের উপর এখানে তিনি যে কযদিন ছিলেন দেশভক্তি, সমাজনীতি এবং তত্ত্ববিদ্যার আলোচনা, ইউরোপ, আমেরিকা ও ভারতবর্ষ সম্বন্ধে নানাবিধ কথাবার্তা এবং স্বদেশোন্নিতির প্ৰকৃত উ ।ায় প্রার্শন করিয়া সকলকেই গ্ৰীতি ও মুগ্ধ করিয়াছিলেন। ২০শে আগষ্ট তিনি ভক্তগণ সমভিব্যাহারে অমৃতসহরে গমন করিলেন। ষ্টেশনে অনেক ভদ্রলোক অভ্যর্থনা করিতে আসিয়াছিলেন। কিন্তু তিনি চরি৷ পাচ ঘণ্টা মাত্ৰ তোড়রমল Woo
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।