পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । পাগুদিগের সহিত আলাপাদি করিয়া অক্ষয়বল ( আচ্ছাবলী ) নামক স্থানে উপনীত হইলেন। এখানে লোকেরা তাহাকে “পাণ্ডবের মন্দির” বলিয়া একটি প্রাচীন মন্দির দেখাইল । জনশ্রুতি এষ্ট ৰূপ যে উত পাণ্ডবদিগের সমসাময়িক । স্বামিজীী এই মন্দিরের অত্যাশ্চয্য নিৰ্ম্মণকৌশল দেখিয়া বলিয়াছিলেন, উহা দুই সহস্ৰ বৎসরেরও পূৰ্ব্বে নিৰ্ম্মিত, আর এমন উত্তম মন্দিরও আর দেখিতে পাওযা যায় না। আচ্ছাবাল হইতে তিনি পুনরায় শ্ৰীনগরে প্রত্যাবৰ্ত্তন কবিলেন। এখান হইতে উলায় হ্রদের উপর দিযা বারামুল্লা ও তথা হইতে মরিতে পৌছিলেন। সমগ্ৰ পথ হাস্যকৌতুকাদিতে অতিবাহিত হইল। কাশ্মীরের ভুবনমোহন প্ৰাকৃতিক শোভা ও ঐতিহাসিক কালের ধ্বংসাবশেষ দর্শন করিষা তাহার ইতিহাস ও কলাবিদ্যানুরাগী চিত্তে বড়ই তৃপ্তি সঞ্চার হইল এবং শরীরও পুৰ্ব্বাপেক্ষা অনেক উন্নতিলাভ কৰেিল । ‘মরি’তে আসিয়া স্বামিজী বাঙ্গালী ও পাঞ্জাবী বন্ধুদিগকে দেখিয়া অত্যন্ত সুখী হইলেন। মিঃ ও মিসেস সেভিয়ারও। সেখানে ছিলেন । ১৪ই অক্টোবর তারিখে অনেকগুলি ধাঙ্গালী ও পাঞ্জাবী ভদ্রলোক একত্রিত হইয়া তাহাকে একটি অভিনন্দন প্ৰদান করিলেন। স্বামিজীী তদুত্তরে এক মনোহর বক্তৃতা দিয়া সকলকে সন্তুষ্ট করিলেন । পরদিন তিনি রাওলপিণ্ডিতে হংস রাজের বাটীতে প্ৰত্যাগত হইলেন। তথায় আৰ্য্যসমাজের প্রকাশানন্দ স্বামীর সহিত আলাপ করিয়া তিনি অতিশয় শ্ৰীতিলাভ করেন। ঐ সময়ে ዓ♥a8