উত্তর ভারতে প্রচার } রাত্রি ৮টার পুর্বে বক্তৃতা শেষ করিবার জন্য অনুরোধ করিয়াছিলেন। কতকটা বলা হইলে পর স্বামিজীী লক্ষ্য করিলেন মাতিবাবু ঘড়ি খুলিয়া সময দেখিতেছেন। তিনি মনে করিলেন। মাতিবাবু তাহাকে বক্ততা বন্ধ করিবার সঙ্কেত করিতেছেন, এবং সেই ধারণার বশবৰ্ত্তী হইয়া সহসা মধ্যপথে বক্তৃতা বন্ধ করিলেন। উপরোক্ত দুই দিবসই স্বামিজী বক্তৃতা দিয়া স্বয়ং সন্তোষ লাভ করিতে পারেন নাই । সাহা হউক, লাহোরবাসিগণ স্বামিজীর এই দুষ্ট বক্ততায় তৃপ্ত কষ্টতে না ‘পারিষা পর শুক্রবার ধানসিংহের হাবেলিতে তঁাতার তৃতীয বক্তৃতাস্ত্ৰ আযোজন করিলেন। এদিন লাহোর কলেজের ছাত্রবৃন্দ সমুদয় বন্দোবস্তের ভার গ্ৰহণ করিয়াছিলেন এবং যাহাতে সভায় গোলমাল না হয়। এজন্য বিনামূল্যে টিকিট বিতরণ এবং লোকের বসিবার জন্য চেয়ার প্রভৃতিরও সুবন্দোবস্ত হইয়াছিল। লোকসংখ্যা পূব্যাবৎ অতিরিক্ত হয় নাই৷ অথচ লাহোরের সর্বশ্রেণীর সমুদয় শিক্ষিত ভদ্রলোকই উপস্থিত ছিলেন। এই সুদীর্ঘ সারগর্ভ বক্তৃতাটা প্ৰায় ২৷৷ ঘণ্টা ধরিয়া হয়, এবং সকলেই শেষ পৰ্য্যন্ত আগ্রতের সহিত' উহা শ্রবণ করিয়াছিলেন। জনৈক পণ্ডিত ব্যক্তি এই বক্তৃত ‘ শুনিবার পর বন্ধুবান্ধবের নিকট প্ৰকাশ করিয়াছিলেন-হঁ, এই বক্তৃতায় ‘মাল’ আছে। গুডউষ্টন সাহেবও লিখিয়াছেনThe subject for the evening was Vedanta, and the Swami for over two hours gave, even for him, a masterly exposition of the monistic philosophy ዓ ዓ ዓ
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।