স্বামী বিবেকানন্দ । আপনি বুঝি পরমহংস হয়েছেন।” এইরূপ স্বচ্ছন্দ স্বাধীনতার মধ্যে গুরুশিন্যে আলাপ হইত এবং প্রেমও ছিল ভরপুর। মটুকৃষ্ণ প্ৰাণপণে স্বামিজী ও তঁাহার শিষ্যগণের সেবা করিতে লাগিলেন। এখানকার কলেজের একটি অধ্যাপক স্বামিজীর নিকট ঘন ঘন যাতায়াত করিতে লাগিলেন। তঁহার উদ্যোগে দিল্লীর কয়েকজন ভদ্রলোক একটি ক্ষুদ্রসভা করিয়া স্বামিজীকে কতকগুলি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। স্বামিজী সকলের প্রশ্নেরই { সুমীমাংসা করিয়া দিলেন। দিল্লী হইতে প্রস্থানের পূৰ্ব্বে ওখানকার পুরাতন দুর্গ কুতব-মিনার, প্রাচীন দিল্লী প্রভৃতি **সমুদয় দ্রষ্টব্য বিষয় দৰ্শন করা হইল। স্বামিজী সহচরীগণকে এই সকল ভগ্নাবশেষ দেখাইয়া কত প্ৰাচীন শিল্পের কথা, কত "ইতিহাসের কথা গল্পের মত বলিয়া যাইতে লাগিলেন। সেই সকল কথার কিয়দংশও রক্ষা করিতে পারিলে এক একখানি সুবৃহৎ গ্রন্থ হইতে পারিত। দিল্পী হইতে তিনি আলােয়ারে গমন করিলেন। চারিদিকে , , বালির পাহাড়-তােহর মধ্যে দিয়া ট্ৰেণ চলিয়াছে। রেওয়াড়ি ষ্ট্রেশনে পৌঁছিলে দেখা গেল, তথায় খেতড়ির রাজার লোক পালকি, উট, অশ্ব প্রভৃতি নানাবিধ যান লইয়া উপস্থিত। থেতৃড়ি জুয়ুপুরের অধীন একটি ক্ষুদ্রাজ্য।--জয়পুর সহর হইতে তৃণহীন মরুভূমির মধ্য দিয়া প্রায় ৯০ মাইল পঞ্চমাইতে হয়। রেওয়াড়ি ষ্টেশন দিয়া যাইলে মাইল কুড়ি কম পড়ে। সেইজন্য রাজার - লোকজন। এইখানেই অপেক্ষা করিতেছিল। কিন্তু স্বামিজী একেবারে খেতড়ি যাইবেন কিরূপে ? আলোয়ারের "bや。
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।