পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারতে প্রচার । প্ৰাণপণ চেষ্টায়। ভবিষ্যতের কৰ্ম্মীবৃন্দকে প্ৰস্তুত করিতে লাগিলেন। তঁহার অবর্তমানে যাহাঁদের উপর তঁাহার আয়ন্ধ কাৰ্য্যভার পতিত হইবে তাহাদিগকে আপনি আদর্শে গঠিত করিতে লাগিলেন। অবশ্য ভারতকে তিনি যে ভাব দিয়াছিলেন তাহা কাৰ্য্যে পরিণত করিতে অনেক দিন কাটিয়া যাইবে । কিন্তু ভারতবাসীর দুর্ভাগ্য যে এমন স্বাৰ্থলেশশূন্য সৰ্ব্বগুণসম্পন্ন দেশনায়কের নেতৃত্ব অধিক দিন স্থায়ী হইতে পারিল না। ক্ষণপ্রভার হ্যায় আপন প্ৰভায় দশ দিক উজ্জ্বল করিয়া ক্ষণকালের মধ্যেই তাহা আনন্তে মিশিয়া গেল । ass