কাশ্মীরে। তিনি যেখানে যাইতেন সেখানকার ভাব গ্রহণ এবং রীতিনীতির ভিতর প্রবেশ করিবার চেষ্টা করিতেন । কাশ্মীরে পৌছিয়াও কাশ্মীরিদের সামাবার হইতে চা পান ও তাহদের চাটনী, মোরব্বা প্ৰভৃতি খাইতে আরম্ভ করিলেন। সঙ্গে চাকর না আনাতে নিজেকেই আহারাদির তদ্বির ও সকলের সুবিধা অসুবিধার প্রতি দৃষ্টি রাখিতে হইল। এ সকল কাজ চিরদিনই তিনি আগ্রহ সহকারে করিতেন । DBDDDB BBD DBB DBg BD BDDDDD DB করিলেন ও তৃতীয় দিবসে শ্ৰীনগরে পৌঁছিলেন। পরদিৱস বিতস্তা নদীর ধারে লমণ করিতে করিতে একস্থানে নৌকা বাধিয়া সঙ্গীদিগকে লইয়া মাঠের মধ্যে প্ৰবেশ করিলেন ও ফ্রামে একটী খামারে গিয উপস্থিত হইলেন। এখানে একটী সুশ্ৰী বৰ্ষীয়সী মুসলমান রমণী চরকাষ পশম কাটিতেছিলেন ও তাহার নিকটে তাহার দুই পুত্রবধূ ও তাহদের ছেলেমেয়েরা তাহান্ন কাজে সাহায্য করিতেছিল ও খেলা করিতেছিল । স্বামিজী সঙ্গীদিগের নিকট ইহাদের পরিচয় দিয়া বলিলেন যে গতবৎসর তিনি তৃষ্ণাৰ্ত্ত হঈষা ইহাদের নিকট একটু জল চাহিয়াছিলেন এবং জলপান করিয়া যখন জিজ্ঞাসা করিলেন “মা, তুমি কোন ধৰ্ম্মাবলম্বী ?” তখন উক্ত বৰ্ষীয়সী স্ত্রীলোক গৰ্ব্বোচ্ছসিত কণ্ঠে উত্তর করিয়াছিলেন “ধন্য খোদা, খোদার অনুগ্ৰহে আমি মুসলমানী’। এবারও এই ধৰ্ম্মনিষ্ঠ পরিবার স্বামিজী ও তঁাহার বন্ধু দিগকে যথেষ্ট খাতির করিলেন। ২২শে জুন হইতে ২৫শে জুলাই পৰ্যন্ত ডোঙ্গায় ডোঙ্গায় b-兹年
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।