অমরনাথ ও ক্ষীয়ভবানী । হইতে সাধুদের সব আপত্তি চলিয়া গেল, তাহারা সসম্মানে তঁহাকে পথ ছাড়িয়া দিতে লাগিলেন এবং তঁাহার ও নিবেদিতার তাবু সকলের অগ্ৰে উত্তমস্থান দেখিয়া স্থাপিত হইতে লাগিল। ইহার পর অবশিষ্ট পথ দলে দলে সাধু আসিয়া তাহার তঁাৰু ঘিরিয়া ফেলিত ও র্তাহার সহিত নানা বিষয়ে আলাপ করিয়া আনন্দে অতিবাহিত করিত। অনেকে তঁাহার উদারভাব ও মুসলমান ধৰ্ম্মের প্রতি অনুরাগ ও সহানুভূতি বুঝিতে রিতেন না। একজন মুসলমান রাজকৰ্ম্মচারীর (তহশীলদার) উপর এই তীর্থযাত্রার সকল ভার অৰ্পিত ছিল। তিনি এবং তঁহার অধীনস্থ অন্যান্য কৰ্ম্মচারীরা স্বামিজীর ল্যবহারে এত শ্ৰীত হইয়াছিলেন যে তঁাহারা প্ৰত্যহ তঁহার কথা শুনিতে ও খবর লাইতে আসিতেন, এবং শেষে তঁহার শিষ্যত্ব গ্ৰহণ করিবার জন্য বিশেষ আগ্ৰহ প্ৰদৰ্শন করিতে লাগিলেন। সিষ্টার নিবেদিতাও আপন সৌজন্য ও মধুর প্রকৃতিতে শাস্ত্ৰই সাধুদিগের প্রিয়পাত্র হইয়া পড়িলেন এবং তঁহাদের সহানুভূতি ও কৃপালাভে সমর্থ হইলেন। " চন্দনবাড়াতে পৌঁছিয়া স্বামিজী নিবেদিতাকে একটি তুষারনদী খালি পায়ে হঁটিয়া পার হইতে বলিলেন ; সঙ্গে সঙ্গে জ্ঞাতব্য প্রত্যেক খুটিনাটির উল্লেখ করিতে তুলিলেন না। ইহার পরেই একটা কয়েক হাজার ফিট উঁচু চড়াই পড়িল। তারপর আর একটা চড়াই। উঠিতে উঠিতে সকলেই অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িলেন। অবশেষে অতি কষ্টে টেনে হিচড়ে ১৮০০০ ফিট উপরে উঠিয়া তুষার শৃঙ্গের মধ্যে র্তাহাদের ছাউনী ክ'ፃ ¢
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।