এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
স্বামী বিবেকানন্দ। ‘এখন আর এর বেশী কিছু বলতে পাচ্ছিনা। বলার আদেশ নেই।” 泰 এখন হইতে যদিও শিষ্যেবা বরাবর স্বামিজীর সঙ্গে সঙ্গে থাকিবার চেষ্টা করিতেন, তথাপি তাহাকে বড় একটা দেখিতে পাওয়া যাইত না । তিনি প্ৰায়ই একাকী চিন্তামগ্ন অবস্থায় বহুক্ষণ ধরিয়া নদীতটে দমণ করিতেন। এরূপ তন্ময় থাকিতেন। যে অনেক সময়ে নৌকার ছাদে উপবিষ্ট শিষ্যগণকে পৰ্য্যন্ত লক্ষ্য করিতেন না। একদিন হঠাৎ মস্তক মুণ্ডন করিয়া সামান্য সন্ন্যাসীর বেশে আসিয হাজির হইলেন, মুখে তেজ ফুটিযা বাহির ROCK I “Kali the mothero sèCE Grigfg fŘCE TfRCIT বলিলেন ‘এর প্রত্যেক কথাটি সত্য। আর আমি তা’ কাজেও প্রমাণ করেছি।-দেখ আমি মৃত্যুকে বরণ করেছি।” ১১ই অক্টোবর সকলে বারামুল্লায় ফিরিয়া আসিলেন ও পরদিন লাহোর যাত্ৰা করিলেন। স্বামিৰ্জী এখান হইতে 'কলিকাতায় চলিয়া গেলেন, এবং তঁহার ইউরোপীয় শিষ্যগণ
- ক্ষীরাভবানীতে গভীব অন্ধকার রাত্ৰে উগ্ৰ তপস্যা করিতে করিতে স্বামিঞ্জীর আরও যে সফল অদ্ভুত দর্শন ও অনুভূতি হুইযাছিল, তাহার কিঞ্চিৎ আভাষ তিনি দু’একটি গুরুভ্রাতাকে দিযাছিলেন, কিন্তু ধৰ্ম্মজীবনের সে সকল নিগুঢ় রহস্য সৰ্ব্বষাধারণের গোচর করা অনুচিত বিবেচনায় তাহা গোপন করা হইযাছে। তবে এইটুকু বলিলেই যথেষ্ট হুইবে যে স্বামিজীর সমুদয় প্রকৃতি এই সমযে মায়িক সংস্কারসমূহের উৰ্দ্ধে উঠিবার জন্য শেষ চেষ্টা করিতেছিল ।
bቱ”br