কালিফনিয়ায় বেদান্ত প্রচার । নিউইযার্কে পৌছিযা মিঃ ও মিসেস লেগেটের সহিত সাক্ষাতেব পােব স্বামিজী তঁহাদের ‘বিজলে ম্যানব’ নামক একটি সুন্দর পালী-নিকেতনে প্ৰস্তান কবিলেন । এই স্থানটি নিউইযার্ক হইতে ১৫০ মাইল দুপ এবং তাতিসান নদীৰ তীবে কাটুমকিল পাহাড়ের উ বি অবস্থিত। একমান্দ পাবে সিষ্টাব নিবেদিতাও ইংলণ্ড হইতে আসি। পৌছিলেন । গৃহস্বামী ও তাহাৰ পত্নী স্বামিজীকে অত্যন্ত যত্ন ও পবিচয্য কবিতে লাগিলেন, এবং তিনি পুৰ্ব্বাপেক্ষী অনেক সুস্তবোধ কবিতে লাগিলেন, তবে মধ্যে মধ্যে দুৰ্ব্বলতা অনুভব হইত। এখানে একজন বিখ্যাত অষ্টিও প্যাথ ( osteopath "ণ্ঠ |কাৰ চিকিৎসাভার গ্ৰহণ করিষা ছিলেন। ৫ই নভেম্বর ॥য্যস্ত এই পালীবাসে কাটিল । স্বামী অভেদানন্দ সে সমলে বস্তৃতা দিবাৰ জন্য নিউইয়কে ৭মণ করিতেছিলেন, তাহাকে টেলিগ্ৰাম কবিয ৩ানান হঠল । তিনি আসিয়া দশদিন স্বামিজীর নিকট রহিলেন এবং তাহার মুখে আমেরিকায় । বেদান্তু প্ৰচাবের জন্য একটা স্থায়ী মন্দির নিৰ্ম্মিত হইয়াছে শ্রবণ কবিঘা স্বামিজী বিশেষ আনন্দিত হইলেন । ১৫ই অক্টোবর “Vedahta Society Rooms” ( GIKK FTFG jc. ) প্ৰবেশ।ানুষ্ঠান অভেদানন্দ স্বামী কর্তৃক সম্পাদিত হইল ও ২২শে, পৰ্যন্ত তিনি এখানে ক্লাস করিলেন। স্বামী তুরীমানন্দও শীঘ্ৰ নিউইয়র্ক হইতে কিঞ্চিৎ দূরে মণ্ট ক্লেয়ার ( Mont Clair ) ፭»xoዓ
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।