স্বামী বিবেকানন্দ । ficte-A man of gigantic intellect, indeed, one to whom our greatest University professors were as mere children’ (ইনি একজন অসাধাবণ মনীষাসম্পন্ন পুৰুষ -আমাদের বিশ্ববিদ্যালয্যের শ্রেষ্ঠতম পণ্ডিতগণও ইহার তুলনায় সামান্য শিশুমাত্র ) । কালিফনিষা রাজ্যের বিদ্বৎসমাজে স্বামিজীর প্রভাব শীঘ্রই বহুবিস্তৃত হইয়া পড়িল । ফেব্রুযারীর শেষভাগে উহার রাজধানী সানফ্রানসিক্সো নগবীরর বহু গণ্যমান্য অধিবাসীর অনুবোধে তিনি মে মাস পৰ্যন্ত সেই নগবীতে অবস্থান কবিলেন। ‘গোল্ডেন ceft zort' irtirqKF giet The Ideal of Universali Religion সম্বন্ধে যে বক্তৃতা দেন তাহাতে তাহার উপর লোকের শ্রদ্ধা শত গুণ বৰ্দ্ধিত হইয়াছিল এবং তিনি অত্যন্ত সম্মান পাইযা f(eir tris ics ( Tucker Street) qxt fig's বাটীতে প্ৰাইভেট ক্লাস খোলা হইল । সেখানে তিনি নিয়মপূর্বক রাজযোগ ও ধ্যানধারণা শিক্ষা দিতে লাগিলেন এবং কতকটা সাধারণভাবে গীতা ও বেদান্তদর্শনেব। উপর বক্তৃতা দিতে লাগিলেন । সানফ্রানসিক্সোন্য প্রতি ব্যবিবার 'বেড মেনস হল”, “গোল্ডেন গেট হল” ও “ইউনিযন স্কোযার হল’ নামক স্থানে সাধারণের সমক্ষে বক্তৃতা দিতে লাগিলেন। ওযাশিংটন হলেও সপ্তাহে তিনটি করিয়া সান্ধ্য বক্তৃতা এবং পরে সোশ্যাল হলে ভক্তিযোগ সম্বন্ধে পর পর অনেকগুলি ছোট ছোট বক্তৃতা দেন। ইহা ব্যতীত একদিন অন্তর একদিন সন্ধ্যাবেলা এলামেডা Fd8 R
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।