কদিন আমেরিকায় এক নদীতীরে বেড়াইতে বেড়াইতে নি একদল সুবকের দেপা পান। তাহারা একটি সাকোর উপর দাড়াইয়া নিম্নস্থ জলস্রোতের উপর ভাসমান কতকগুলি ডিমের খোলা লক্ষ্য করিয়া গুলি চালাইতেছিল। অনেকেই চেষ্টা কবিল, কিন্তু একজনও লক্ষ্যভেদে সমর্থ হইল না। স্বামিজী নিকটে দাড়াইখা তাহাদিগের কায্যকলাপ দেখিতেছিলেন ও মৃদু মৃদু হাস্য কবিতেছিলেন। দলেব একজন তাহা দেখিতে পাইমা অভিমানে আহৃত, হইন্যা তাঙ্গাকে বলিল “ওহে বাপু, কাজটা যত সহজ মনে কচ্চো অত সহজ নয়। এসে দেখি একবার। এদিকে । দেখি তোমার কেমন ত্যাগ ’ স্বামিজী কিছু না বলিয়া তাহার হস্ত হইতে বন্দুক গ্ৰহণ করিলেন, এবং উপযুপরি ১১টা খোলা গুলিবিদ্ধ করিলেন। তাহারা অত্যন্ত চমৎকৃত হইষা মনে ভাবিল, এ ব্যক্তি নিশ্চিত বহুদিন গুলিচালনা অভ্যাস করিষাছে, তারই ফলে এন্ধ এ সিদ্ধহস্ত । স্বামিজীকে সেই কথা জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিলেন যে তিনি পূৰ্ব্বে কখনও বন্দুক হাতে করেন নাই। শেষে বলিলেন যে উহা কিছুই নয। উহার ভিতরকাব মন্ত্র হইতেছে भम३नश्रुभ । কালিফনিযাতে বেদাস্তাদর্শন উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। লস এঞ্জেলিস ও পাসাডেনান্য তঁাহার ছাত্ৰগণ ঋকর্তৃক নিয়মমত বেদান্ত সভার অধিবেশন হষ্টতেছিল এবং তাহারা স্বামিজীকে সেখানে যাইবার জন্য পুনঃ পুনঃ পত্রের উপর পাত্ৰ লিখিতেছিলেন। কিন্তু সানফ্রানসিক্সো ও তন্নিকটবৰ্ত্তী s88
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।