পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালিফনিয়ায় বেদান্ত প্রচার। সময়ক্ষেপ করিতেন। ক্যাম্পটেলরের মুক্তবায়ুতে ভ্ৰমণ করিয়া তিনি বেশ স্বাস্থ্যোন্নতি বোধ করিয়াছিলেন। অনেক সময় শিষ্যদিগের আহবানে পাহাড়ের ধারে বনভোজনে যোগদান করিতেন। অনেক সময় তঁহাকে বেশ সহজ মানুষের মত প্ৰফুল্ল ও হাস্যপরিহাসরত দেখিতে পাওয়া যাইত আবার সময়ে সময়ে তাহার চিত্ত এক অজ্ঞাত ভাবসমুদ্রে ডুবিয়া যাইত, তখন তিনি গম্ভীর হইয়া পড়িতেন, এবং তঁহার মুখ দিয়া উচ্চ উচ্চ দার্শনিক ও আধ্যাত্মিক বিষয ব্যতীত অন্য কথা বাহির হইত। না। মি, মীড নামক লস-এঞ্জেলিসের একজন খ্যাতনামা বাঙ্কারের তিনটি কন্যা তাহার শিষ্য-শ্রেণীভুক্ত হইয়াছিলেন। তাহাদের মধ্যে মিসেস্ হেনস্বরোর নাম পূর্বেই উল্লিখিত হচষাছে । ইনি স্বামিজীর সেবাষ সব্বদা তৎপর থাকিতেন । যে কোন আদেশের জন্যই প্ৰস্তুত-যেন স্বামিজীর সেবা করিবার অধিকার লাভ করিতে পারিলে তঁহার জীবন ধন্য হইয়া যাইত। অনেক সময় স্বামিজী কলার ও হাতের কাফের বোতাম আঁটিতে না পারিলে তঁাহাকেই উহা পরাইয়া দিল্লীর জন্য ७ांक्ष्मि। ऊँiशत निक डिनि उॉडबल्वंद्र ७ खंडौन আদর্শের নানাবিধ বৰ্ণনা করিতেন, তঁহারাও সাধ্যমত র্তাহার ভাব প্রচার করিতে চেষ্টা করিতেন । কিন্তু এই বালকোচিত সরলতা ও রহস্তপ্রিয়তার মধ্যেও পরব্রহ্মের প্রতি একটা বিষম আকর্ষণ তিনি প্রতিমুহূৰ্ত্তে প্রাষ্ট্রে প্ৰাণে অনুভব করিতেছিলেন, এ সময়ের প্রত্যেক বক্তৃতা, কথাবাৰ্ত্তা ও চিঠিপত্ৰাদিতে তাহার আভাস পাওয়া যায়। আল ତ8କିତ