পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারী প্ৰদৰ্শনী ও ইউরোপ পৰ্যটন । সাম্রাজ্যের গুরু, সকল ভাষাতেই যুদ্ধ শিল্পের সংজ্ঞা এখনও অধিকাংশ ফরাসী ; এদের রচনার নরুল সকল ইয়ুরোপী ভাষায় ; দর্শন বিজ্ঞান শিল্পের এই পারি খনি, সকল জায়গায় এদের নকল । এরা হচ্ছে সহরে, আর সব জাত যেন পাড়াগায়ে। এরা যা করে, তা ৫০ বৎসর, ২৫ বৎসর পরে জন্মাণ ইংরেজ প্ৰভৃতি নকল করে, তা বিস্তায় হক, বা শিল্পে হােঙ্ক বা সমাজনীতিতেই হক । * * আর এই ফ্রান্স স্বাধীনতার ‘আবাস । প্ৰজাশক্তি মহাবেগে এই পারি নগরী হতে ইউরোপ তোলপাড় করে ফেলেছে, সেই দিন হ’তে ইউরোপের নূতন মূৰ্ত্তি হযেছে। সে এগালিতে, fistics, srtc fices ( Equality, Liberty, Fraternity) ধ্বনি ফ্রান্স হতে চলে গেছে; ফ্রান্স অন্য ভাব, অন্য উদ্দেশ্য অনুসরণ কচ্ছে, কিন্তু ইউরোপের অন্যান্য জাত এখনও সেই ফরাসী বিপ্লব মক্স কচ্ছে । একজন স্কট্‌ল্যাণ্ড দেশের প্রসিদ্ধ বৈজ্ঞানিক পণ্ডিত আমায় সেদিন বললেন, যে পাবি হচ্ছে পৃথিবীর কেন্দ্র ; যে দেশ যে পরিমাণে এই পারি নগরীর সঙ্গে নিজেদের বোগ্ধাপন কৰ্ত্তে সক্ষম হবে, সে জাত তত পরিমাণে উন্নতিলাভ কৰূবে। কথাটা কিছু অতিরঞ্জিত সত্য ; কিন্তু এ কথাটাও সত্য, যে যদি কারু কোনও নূতন ভাব এ জগতকে দেবার থাকে, ত এই পারি? হচ্ছে সে প্রচারের স্থান। এই পারিতে যদি ধ্বনি উঠে, তা • ইউরোপ অবশ্যই প্ৰতিধ্বনি কবৃবে। ভাস্কর, চিত্রকর, গাইয়ে,