স্বামী বিবেকানন্দ। মনে করিয়াছিলেন হয়ত আমি আবার পুরাতন বন্ধনসমূহে আটক কাইয়া পড়িব । ভারত আমার বিদেশ। বিদেশের প্রতি প্ৰেম দেশের ভাবে চাপা পড়িয়া যাইবে । তিনি অনেক দেখিয়া শুনিয়া এরূপ পরিবর্তন নিতান্ত অসম্ভব মনে করিতে পারিতেন না।” বৃটিানি হইতে পারিসে ফিরিযা স্বামিজী আবার প্রসিদ্ধ প্ৰসিদ্ধ লোকের সহিত বেড়াইতে লাগিলেন। তিনি সুযোগ পাইলেই ভারতের নিকট সমুদয মনুষ্যজাতি কি ”রিমাণে ঋণ তাহা দেখাইতে ছাড়িতেন না। হিন্দুদিগের ধৰ্ম্মভাবসকল যে অতি প্রাচীনকালে একদিকে সুমাত্রা, জাভা, লোৰ্ণিও, সেলিবিস, অষ্ট্রেলিয়ার মধ্য দিয়া সুদূর আমেরিকা যন্ত ও অন্যদিকে তিব্বত, চীন, জাপান ও সাইবিরিয পৰ্য্যস্ত বিস্তৃত হইয়াছিল। তাহার যথেষ্ট প্রমাণ প্রয়োগ করিতেন। এবং কেমন করিয়া বৌদ্ধধৰ্ম্ম এন্টিওকাস থিঅন্স এর সময়ে সিরিয়ায়, টলেমি ফিলডোলফাসের সময় মিসরে, এণ্টিগোনাস গোনাটেসের সময় মাকিদনীয়ায় ও আলেকজাণ্ডারের সময়ে এপাইরাসে প্রচারিত হইয়াছিল তাহার সুদীর্ঘ বর্ণনা করিতেন। তারপর হয়ত জগতের ইতিহাসে তাতার জাতির প্রভাব এবং মধ্য ও পশ্চিম আসিয়ায় ও শেষে ভারতে তাহদের দিগ্বিজয়সমূহের উল্লেখ করিয়া f(St "The Tartar is the wine of the race He gives energy and power to every blood” (Bef তাতার-শোণিত সুরার হ্যান্য সকল জাতির মধ্যে মিশ্রিত হইয়া শক্তি ও উত্তেজনা দান করিয়াছে) । তিনি দেখিতেন ইউরোপ কতকগুলি আসিয়াবাসী জাতি ও অৰ্দ্ধ এসিয়াবাসী জাতির ፭Sዓ ©
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।