পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারী প্ৰদৰ্শনী ও ইউরোপ পৰ্যটন। এ সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন। কিন্তু ইংলণ্ড ও আমেরিকায় গিয়া প্ৰতি বৎসর লক্ষ লক্ষ মুদ্র উপাৰ্জন করিতেন। মাদামোয়াজেল কালভে সম্বন্ধে স্বামিজী পরিব্রাজকে স্ত্র লিখিয়াছেন—“কালভে। আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ গায়িকাঅপেরা গায়িকা। এর গীতের এত সমাদর যে, এর তিন লক্ষ চার লক্ষ টাকা বাৎসরিক আয়, খালি গান গেয়ে। এয়। সহিত আমার পবিচয় পূৰ্ব্ব হ’তে। মাদামোযাজেল কালভে এ শীতে গাইবেন না, বিশ্রাম করবেন।--ঈজিপ্ত প্ৰভৃতি নাতিশীত দেশে চ’লেছেন। আমি যাচ্ছি। এর অতিথি হয়ে । কালভে যে শুধু সঙ্গীতেল চৰ্চা করেন তা নয় ; বিদ্যা যথেষ্ট, দর্শনশাস্ত্র ও ধৰ্ম্মশাস্বেল্প বিশেষ সমাদর করেন। অতি দরিদ্র অবস্থাষা জন্ম হয, ক্রমে নিজের প্রতিভাবলে, বহু পরিশ্রমে, বহু কষ্ট সয়ে এখন প্ৰভুত ধন! রাজা বাদসার সম্মানের ঈশ্বরী । * * আর বার্ণহার্ড সম্বন্ধে লিখিয়াছেন“মাদাম বার্ণহার্ড বর্ষীয়সী ; কিন্তু সেজে মঞ্চে যখন ওঠেন --তখন যে বয়স, যে লিঙ্গ অভিনয় করেন, তার হুবহু নকল । বালিকা, বালক, যা বল। তাই-চুবহু-আর সে আশ্চৰ্য্য আওয়াজ। এরা বলে তঁর কণ্ঠে রূপের তার বাজে। বার্ণহার্ডের অনুরাগ, বিশেষ-ভারতবর্ষের উপর ; আমায় বারম্বার বলেন, তোমাদের দেশ “ত্রেজসিএন, ত্রেসিভিলিজে”-অতি প্ৰাচীন, অতি সুসভ্য। একবৎসর ভারতবর্ষ সংক্রান্ত এক নাটক অভি: নয় করেন ; তাতে মঞ্চের উপর বেলকুল এক ভারতবর্ষের রাস্তা খাড়া কোরে দিয়েছিলেন-মেয়ে, ছেলে, পুরুষ, সাধু, নাগা, እsዓ¢