পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । তাহাকে ভালব্ধপ চিনিতে পারেন নাই-ইতস্ততঃ করিতেছিলেন, কি জানি যদি অন্য কেহ হয! কিন্তু তাহাব পর উভয়েই উভয়ের সহিত আলাপ কবিয়া যথেষ্ট তৃপ্তিলাভ কবেন। ৯ই ডিসেম্বব (১৯০০ সাল ) অনেক বাত্রে স্বামিজী বেলুড় মঠে আসিযা উপস্থিত হইলেন, মঠেব ব্ৰহ্মচাবী ও সন্ন্যাসীরা আক্তাব করিতে বসিয়াছেন এমন সমযে বাগানোব মালী উদ্ধৃর্ণ শ্বাসে ছুটিতে ছুটতে গিয ফ্ৰাপচাইতে কঁপাইতে বলিল “একো সাহেবো আউচি।” তাড়াতাড়ি তাহাকে সম্মুখদ্বাবেব চাবি আনিতে পাঠান হইল এবং এত বাত্রে কে সাহেব, কোথা হইতে আসিল, কি চাহে ইত্যাদি জল্পনা কল্পনা পড়িযা গেল। হঠাৎ সকলে বিস্মযে দেখিলেন সাহেব নিজেই দ্রুতবেগে তঁহাদেব দিকে আসিতেছেন। তাবপব যখন সাহেবকে চিনিতে পাবা গেল। তখন সকলেব কি 'আনন্দ । “স্বামিজী এযেছেন”, “স্বামিজীী এযেছেন” চাবিদিকে উত্তেজিত কণ্ঠে এইরূপ শব্দ হইতে লাগিল এবং একটা মহা হুড়াহুড়ি পডিযা গেল। সমস্ত বাত্রি আব্ব কাতাবও ঘুম হইল না। প্ৰথমে ত তঁাহাবা মনে কবিলেন বুঝি দৃষ্টিবিলম হইযাছে! স্বামিজী কেমন কবিয এমন সমযে এখানে আসিলেন । স্বামিজী মালীকে দিয খবব পাঠাইযা তাহাব জন্য আব্ব দাড়াইযা থাকিতে না পাব্বিষা প্ৰাচীব উল্লাঘন পূৰ্ব্বক ভিতবে প্রবেশ কবিযছিলেন। তিনি হাসিযা বলিলেন, “তোদেব খাবাব ঘটা শুনেই ভাবুলুম, যাঃ এখনি না গেলে হযত সব সাবাড়ি হ’যে যাবে। তাই আব্ব দেবী কবলুম না।” 為b*8