স্বামী বিবেকানন্দ । BB DDD DBDB S BB uu DDDB DBBDDDB BDBBD দেখা নাই। স্বামিজী গোবিন্দ শাহকে তঁহার খোজ করিতে পঠাইয়াছিলেন। ট্ৰেণ ছাড়িবার আধঘণ্টা পুৰ্ব্বে তিনি ও গোবিন্দলাল আসিয়া উপস্থিত হইলেন। হাতে এক প্ৰকাণ্ড ঝুড়ি, তার মধ্যে লুচি পুরী, ভাজা ভুজি, তরকারী ও মিষ্টান্ন। তিনি নিজের সম্মুখে খাবাব তৈয়ারী করাঈতেছিলেন বলিয়া এত দেৱী হই যাছিল। স্বামিজী যোশীর সহিত কথাবার্তাষ এত মগ্ন ছিলেন যে খাবাব কথা পৰ্য্যস্ত ভুলিযা গিযাছিলেন। কিঞ্চিৎ পুরে তিনি বিনীতভাবে যোশী ও আব্ব সকলকে জিজ্ঞাসা করিলেন যে, যে কম্বলে তঁাহারা বসিয়াছিলেন কী কম্বলে বসিয়া স্বামিৰ্জী ও তাহার সঙ্গীগণের আহার করাতে র্তাহাদের কোন আপত্তি আছে কিনা। জগৎপ্ৰসিদ্ধ সন্ন্যাসীর এই অমায়িকতা ও বিনয় নম্র বাক্যে র্তাহারা সকলেই মুগ্ধ হইলেন ও তঁাহীদের কোন অসম্মতি নাই জানাইলেন। স্বামিজী সঙ্গীদিগকে ঝুড়ি হইতে খাবার লইয়া খাইতে বলিলেন, নিজেও অল্প সল্প খাইলেন। বেশী খাইলেন না, কারণ র্তাহার চিত্ত তখনও আলোচ্য প্রসঙ্গে নিবিষ্ট ছিল। ষ্টেশন হইতে বিদায় গ্ৰহণ কালে পণ্ডিতজী ও তঁহার সহচরীগণ স্বামিজীর দর্শনে আপ্যায়িত হইয়াছেন বলিয়া হর্ষ প্ৰকাশ করিতে লাগিলেন ও র্তাহার নিকট হইতে হিন্দুধর্শের অনেক নূতন কথা শ্রবণ করিয়া বিশেষ কৃতজ্ঞতা জানাইলেন, ঘুইবার সময় ভবানীদত্ত র্তাহার পিলিভিতের বাসস্থানে শিবানন্দ ও বিরজানন্দ স্বামীকে কিছুদিন থাকিবার জন্য অনুরোধ করিয়া গেলেন। 'd oyiR
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।