পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । জলে কুমীর’ দেখিয়া চম্পট প্ৰদান করিয়াছেন। সাহেব মহা খাপ্পা । কিন্তু এ দিকে ট্রেণ ছাড়িবার আর অল্প সমষ বাকী আছে দেখিযা ভাবিল আর বিক্রমে কাজ নাই এবং সুবুদ্ধি সহকারে বেঁচেকা বুচুকী লাইযা অপর এক কামরায় প্রবেশ করিল। স্বামিজীী তাহার বকম দেখিয়া হাস্য সংবরণ করিতে পারিলেন না। যিনি এসিয, ইউরোপ, আমেরিকাষ ঈ সাহেবের অপেক্ষা কত শত উচ্চপদস্ত ও জগৎ প্ৰসিদ্ধ লোকের সহিত একত্রে বন্ধুভাবে বেড়াইষাছেন তিনি কি এই নগণ্য, পদমৰ্য্যাদাগব্বিত, ক্ষুদ্রচিত্ত ব্যক্তির বেআদবী সহ্য করিতে পারেন! আবার এই সকল ব্যক্তিরাই আপনাদেব ভদ্রতা সভ্যতার বড়াই করি যা বেড়ায । ২৪শে জানুযাবি ( ১৯০১) স্বামিজী বেলড় মঠে প্ৰত্যাগমন করিলেন। গুরুপাতাগণ ও শিষ্যেবা প্ৰত্যহই তাহার আগমন করিতেছিলেন। এক্ষণে র্তাহাকে প্রাপ্ত হইষ সকলেই হর্ষ ঐকাশ করিতে লাগিলেন। স্বামিজী অদ্বৈত আশ্রম ও তত্ৰত্য সন্ন্যাসীগণের যথেষ্ট প্ৰশংসা করিলেন এবং এত শীঘ্ৰ সেখান হইতে চলিয়া আসিতে বাধ্য হইলেন বলিয়া ক্ষোভ প্ৰকাশ করিতে লাগিলেন। ess