স্বামী বিবেকানন্দ । বন্ধন ও আসক্তি পরিত্যাগ কবিয়া সমগ্ৰ মানবজাতির আধ্যাত্মিক উন্নতি সাধনৰূপ মহান প্যবহিতব্ৰতে নিযুক্ত হইযাছেন। আপনি নিজ জীবনেই প্ৰমাণ করিযাছেন যে, হিন্দুধন্মের সহিত বাহ্যু অনুষ্ঠানের অচ্ছেদ্য সম্বন্ধ নীহ, কেবল উন্নত দার্শনিক ধৰ্ম্মষ্ট ত্ৰিতাপভূপিত জীবকে শাস্তিদানে সমর্থ। আপনি আমেরিক ও হংলণ্ডবাসীকে সেই ধৰ্ম্ম ও দর্শনকে শ্ৰদ্ধা করিতে শিখাইয়াছেন, যাহা প্রত্যেক মানবকে তাহাব নিজের অধিকার ও অবস্থা অনুযাধী উপায়ে উন্নতি পথে আরোহণে সাহায্য করে। যদিও গত চাব বৎসর আপনি পাশ্চাত্যদেশবাসীকেই শিক্ষা দিয়াছেন, তথাপি এই দেশেও সেই সকল বক্তৃতা ও উপদেশ কম আগ্ৰহসহকারে পঠিত হয় নাই এবং উহা বিদেশাগত উত্তরোত্তর বদ্ধমান জড়বাদের প্রভাবকেও সঙ্কুচিত করিতে কম সাহায্য করে নাই । ভারত যে আজ পৰ্য্যন্ত জীবিত বহিয়াছে তাহার কাবণ, তাহাকে জগতের আধ্যাত্মিক উন্নতি সাধনারূপ মহাব্ৰত সাধন করিতে হইবে। কলিযুগের অন্তৰ্ব্বত্তী এই উপযুগের শেষভাগে আপনার ন্যায় মহাপুৰুষেব আবির্ভাবে আমরা নিশ্চিত বুঝিতেছি, শীঘ্রই অনেকানেক মহাত্মা আবিভূতি হইয়া এই ব্ৰত উদযাপন করিবেন। আপনি ভারতীয় দশনেব যে সুন্দর ব্যাখ্যা করিষাছেন। সেজন্য আনন্দ প্ৰকাশ ও সহস্ৰ মনুষ্যজাতির যে অমূল্য উপকার সাধন করিয়াছেন কৃতজ্ঞ হৃদযে তাহী স্বীকার-এই দুই বিষযে প্রাচীন বিস্তায় লীলাভূমি, সুন্দরেশ্বর দেবের প্রিয়, যোগিগণের পবিত্র HCs
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।