মহাসমাধি । সন্ধ্যার একটু পূর্বে মঠে ফিরিয়া স্বামিজী সকলের সহিত আলাপ ও কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। তার পর সন্ধ্যারিতির ঘণ্টা বাজিলে নিজগৃহে প্ৰবেশ পূর্বক স্তিমিতান্ধকার গঙ্গাব্যক্ষ পানে মুখ করিয়া ধ্যানে বসিলেন। তখন সন্ধ্যা সাতটা । একজন ব্ৰহ্মচারী নিকটেই অবস্কান করিতেছিলেন । স্বামিজী স্বয়ং মালা লইয়া জপ করিতে বসিলেন এবং তঁহাকে গাহের বহির্ভাগে বসিয়া কীরূপ করিতে আদেশ দিলেন। প্ৰায় এক ঘণ্টা পরে তিনি উক্ত ব্ৰহ্মচারীকে নিকটে আহবান করিয়া, মাথায় বাতাস করিতে বলিলেন এবং গরম বোধ হওয়ায় গৃহের সমুদয় জানালা দরজা খুলিয়া দিতে বলিয়া কক্ষতলে শয়ন করিলেন। তখনও হাতে মালা রহিয়াছে। কিয়ৎক্ষণ বাতাস করার পর তিনি শিষ্যকে পা দুটি একটু টিপিয়া দিতে বলিলেন। তার পর বোধ হইল যেন ঘুমাইতেছেন বা ধ্যান করিতেছেন। শিষ্য পদসেবা করিতে লাগিল। এই ভাবে আরও এক ঘণ্টা কাটিয়া গেল। স্বামিজী বামপার্শ্বে শয়ন করিয়াছিলেন। রাত্রি ৯টার পর উত্তানভাবে শয়ন করিয়া ক্ষুদ্র বালক স্বপ্নে যেরূপ কঁাদিয়া উঠে সেইরূপ একটা অস্ফুট ধ্বনি করিলেন। হাতখানি একবার একটু কাপিয়া উঠিল, সঙ্গে সঙ্গে একটি গম্ভীর দীর্ঘ নিশ্বাস পড়িল এবং মস্তকটি উপাধানচ্যুত হইয়া নিয়ে পড়িয়া গেল। তাহার এক মিনিট কি দুই মিনিট পরে পূর্ববৎ আর ess g
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।