পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । সহিত একটি সুসজ্জিত অশ্বব্যানে আরোহণ করিয়া এটৰ্ণি মিঃ বিলিগিরি আয়েঙ্গাবের ‘ক্যাসল কার্নান’ ( Castle Kerman ) নামক ভবনাভিমুখে গমন করিলেন। অনতিবিলম্বে ছাত্রেরা আসিরা ঘোড়া খুলিযা নিজেরাই তাস্তাব গাড়ী টানিতে লাগিল এবং শতসহস্ৰ ব্যক্তি তাহাদিগের অনুগমন করিতে লাগিল। পথিমধ্যে দর্শকবৃন্দ উপহার প্রদানেৰ জন্য ক্রমাগত গাড়ী থামাইতে লাগিল আর অনবরত স্বামিজীর উদ্দেশে পুষ্পবর্ষণ করিতে লাগিল। উপহারের মধ্যে অধিকাংশই ফল, বিশেষতঃ নারিকেল। চিন্তাদূপেত প্রভৃতি কতিপয় স্থানে মান্দ্রাজ রমণীরা কপূর-চন্দন পুষ্প ধূপাদি এবং প্রদীশের দ্বাঝা স্বামিজীর আরতি করিলেন। একটি সন্ত্রান্ত বংশীয়া প্ৰাচীন সেই বিষম জনতা ভেদ করিষা স্বামিজীর সম্মুখে আসিয়া তাহাকে দেপিতে লাগিলেন।--তাহার বিশ্বাস স্বামিজী তাহার আরাধ্য “সম্বদ্ধ মুক্তি’র অবতার। এত গোলযোগে গন্তব্যস্থানে পৌছিতে অনেক বিলম্ব হইল। সাড়ে নয়টার সময় সেখানে পৌছিলে মান্দ্ৰাজ হাইকোর্টের উকীল শ্ৰীযুক্ত ক্লষ্ণমাচারীয়ার ‘মান্দ্ৰাজ বিদ্বান মনোরঞ্জিনী সভার” পক্ষ হইতে সংস্কৃত ভাষাষ স্বামিজীকে অভ্যর্থনা করিয়া একটি অভিভাষণ পাঠ করিলেন। পরে কানাভীয় ভাষায়ও একটি অভিনন্দন পঠিত হইল। অবশেষে শ্ৰীযুক্ত সুব্রহ্মণ্য আয়ারের অনুরোধে সকলে সে রাত্রের মত স্বামিজীকে বিশ্রামের অবকাশ দিয়া প্ৰস্থান করিলেন। মান্দ্ৰাজে এই অভ্যর্থনার সুত্রপাত । কিন্তু এখানে ষে তরঙ্গ উখিত হয় তাহা ক্রমশঃ হিমালয়ের পাদদেশ পৰ্য্যন্ত প্ৰবাহিত্যু vess