Neificaf বিশেষ স্থানে বা সম্প্রদায়ে আবদ্ধ কিংবা উহা কোন বিশেষ মত বা সাধন প্ৰণালীর একচেটিয অধিকার অথবা কোন বিশেষ মন্ত বা দৰ্শন অন্য সকল গুলিকে নিরস্ত ও বিনষ্ট করিয়া স্বয়ং প্রতিষ্ঠিত হইবে। আপনি ভগবদগীতার অন্তর্নিহিত মধুর সমন্বয়তাব সম্যকরূপে প্ৰকাশ করিয়া আপনার অননুকরণীয় মধুত্ব ভাষায় বলিযাছেন- ‘সমগ্ৰ ধৰ্ম্মজগৎ বিভিন্ন প্ৰকৃতি নরনারীর বিভিন্ন অবস্থাচক্রের মধ্য দিয়া এক লক্ষ্যের দিকে গতি মাত্ৰ।” আপনার উপর অৰ্পিত এই পবিত্র ও মহান কাৰ্য্যভার সমাপন করিয়াই যদি আপনি নিশ্চিন্ত হইতেন, তাহা হইলেও আপনার স্বধৰ্ম্মাবলম্বী হিন্দুগণ আনন্দ ও ধন্যবাদ সহকায়ে আপনার কাৰ্য্যের অসীম গুরুত্ব স্বীকার করিত। কিন্তু আপনি পাশ্চাত্যদেশে গিয়া ভারতীয় সনাতন ধৰ্ম্মের প্রাচীন উপদেশকে ভিত্তি করিয়া সমগ্ৰ মানবজাতির নিকট জ্ঞানালোক ও শান্তির সুসমাচার ঘাঁহনি করিয়াছেন। বেদান্তধৰ্ম্ম যে বিশেষভাবে যুক্তিসহ, তাহ প্ৰমাখ করিবার জন্য আপনি সবিশেষ চেষ্টা করিয়াছেন । তজ্জন্য আমরা আপনাকে ধন্যবাদ প্ৰদান করিতেছি। কিন্তু আপনি আমাদের ধৰ্ম্ম ও দর্শন প্রচারের জন্য, স্থায়ী বিভিন্ন শাখাবিশিষ্ট একটি কৰ্ম্মপ্ৰধান “মিশন” প্ৰতিষ্ঠারূপ যে গুরুতর। কাৰ্য্যভায় গ্ৰহণ করিবার সংকল্প করিয়াছেন, তাহার বিষয় উল্লেখ করিতে আমাদের বিশেষ আনন্দ বোধ হইতেছে। আপনি যে প্ৰাচীন আচাৰ্য্যগণের পবিত্র পথের অনুসরণ করিতেছেন, এবং যে মহান আচাৰ্য্য আপনার জীবনে শক্তি সঞ্চার করিয়া উহার উদ্দেশ্যসমূহকে নিয়মিত ‘কারিয়াছেন, তাহারা যে উচ্চভাবে অনুপ্রাণিত হইয়াছিলেন,
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।