স্বামী বিবেকাননন্দ । কম্পিত হইতে লাগিল। ইণ্ডিযান মিবব সম্পাদক নিবেন্দ্রনাথ সেন প্ৰমুখ অভ্যর্থনা সমিতির কযেকজন সভ্য অগ্রবর্তী হইয তঁহাকে অভিবাদন কবিলেন ও তুর্তাহাকে সঙ্গে লইযা অতি কষ্ট্রে জনতা ভেদ কবিঘা বাহিবে দণ্ডাষ্যমান এবং খনি বৃহৎ ল্যাণ্ডে গাড়ীৰ দিকে গমন কবিতে লাগিলেন। স্বামিজী আশে পাশে তঁাহাব গেৰুযাবেশধাবী গুক পাতাদিগবে লক্ষ্য কবিলেন, কিন্তু তখন আব্ব আলাপেব বিশেষ সুবিধা হইল না। চতুর্দিক হইতে তঁহাকে লক্ষ্য কবিয়া অসংখ্য পুষ্প ও মাল্যোপহাব বর্ষিত হইতেছিল । তিনি তাহাবই ভাবে শ্ৰান্ত হইযা উঠলেন । অবশেষে স্বামিজী সেভিযাব দম্পতীকে সঙ্গে লইযা পূৰ্ব্বোক্ত ল্যাণ্ডোতে আরোহণ কবিবামাত্ৰ স্কুল কলেজেব ছাত্রে বা আসিয গাষ্ঠীধ ঘোড়া খুলিযা দিযা নিজেবাই গাড়ী টানিয, লুইয়া যাইতে লাগিল। পিছনে একটি সঙ্কীৰ্ত্তনেৰ দল আসিতেছিল। তাহাব পশ্চাতে অগণন লোকসংখ্যা । পথেব দুইধাবে লোকে লোকাবণ্য এবং চতুদিকে নানা রঙ্গের নিশান, ফুল ও দেবদারু পাতা দিয়া সাজান। সার্কলাব বোড, হারিক্সন রোডেব মোড় এবং রিপন কলেজেব সম্মুখভাগে তিনটি সুসজ্জিত গেট । স্বামিজী রিপন কলেজে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বাষ পশুপতিনাথ বসু বাহাদুরের বাগবাজারস্তু ভবনে গুক লাতাদিগের সহিত মিলিত হইলেন এবং তথায় পশুপতিবাবুর আতিথ্য গ্ৰহণ কবিয়া অপরাঙ্কে , আলম বাজারস্থ মঠে গিয বহিলেন। তাহার পাশ্চাত্য শিষ্যগণ গোপাল লাল শীলের কাশীপুরস্থ উদ্যানে রহিলেন। স্বামিজী মঠ হইতে প্ৰত্যহ তথায় আসিয়া আগন্তুকগণকে দর্শন ও নানাবিধ উপদেশ 劇r8
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।