স্বামী বিবেকানন্দ । স্বা। মধ্যভারতে ভারী দুৰ্ভিক্ষ হয়েছে। গবৰ্ণমেণ্ট একটা রিপোর্ট ছাপিযেছেন তাতে দেখা যাচ্ছে ৯ লক্ষ লোক অনাহারে ময়েচে । আপনাদের সভা থেকে এই দুর্ভিক্ষে সাহায্যদানের জন্য কি কোন চেষ্টা হয়েচে ? প্ৰ। আমরা দুৰ্ভিক্ষ টুর্ভিক্ষে সাহায্য করি না। শুধু গোমাতাগণকে রক্ষা করাই আমাদের কাজ । স্বা। [ আপনাদের দেশের লক্ষ লক্ষ লোক না খেযে মচেছ আর একগ্রাস অন্ন দিয়ে তাদের রক্ষা করা কি আপনাদের কৰ্ত্তব্য বলে মনে হয় না ? প্রচারক মহাশয বিলিয়া উঠিলেন না । তারা নিজ নিজ কৰ্ম্মফলে-পাপের ফলে দুর্ভিক্ষে মক্ছে। যেমন কৰ্ম্ম করিয়াছে তেমনি ভূগিতেছে।” এই কথা শুনিয়া স্বামিজীর বিশাল চক্ষু অগ্নিবৎ জ্বলিয়া উঠিল ও মুখ রক্তবর্ণ ধারণ করিল। কিন্তু তিনি আত্মভাব সংবরণ করিয়া বলিলেন “বাপু ! মানুষের দুঃখে যাহাঁদের প্রাণ কাদে না, যাহারা নিরন্ন ভায়েদের চক্ষের সম্মুখে অনাহারে মিবুতে দেখেও একমুঠে চলে দিয়ে সাহায্য কয়েকমা, অথচ পশু । পক্ষীকে বঁাচাবার জন্য অজস্র অর্থ ব্যয করে, এমন কোন সভা সমিতির সঙ্গে আমার কোন সংস্রব বা সহানুভূতি নেই, এরকম সভা সমিতির দ্বারা যে কোন সৎকাৰ্য্য হতে পারে, এ আমার বিশ্বাস হয় না। “কৰ্ম্মফলে মচ্ছে মকরু” এ রকম নিষ্ঠয় কথা ব’লঙ্কে তোমার লজ্জা হ’ল না ? কৰ্ম্মফলের কথা তুল্পে তৃ কোন প্রকার পরোপকারেরই দরকার নেই। তোমার কথাই বলি a to
পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।