পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A8 স্বামী বিবেকানন্দ Σε κίες তাহার গান শুনিতে বসিত। একদিন একজন ইংরাজ অধ্যাপক ক্লাসে আসিতে কিছু দেৱী করিয়া ফেলিয়াছিলেন। ক্লাশে প্ৰায় দুষ্টশত ছাত্র ছিল। অধ্যাপকের আসিতে বিলম্ব আছে মনে করিয়া তাহারা সকলে নরেন্দ্রকে একটি গান গাহিতে অনুরোধ করিল, কারণ সময়টা তাহা হইলে বেশ কাটে। নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন, আর সকলে নীরব হইয়া শুনিতে লাগিল । ইতিমধ্যে অধ্যাপক ক্লাসের নিকট আসিয়া মনোহর সঙ্গীত শ্রবণে স্তব্ধ হইয়া দরজার পাশে দাঁড়াইয়া রহিলেন এবং গান থামিলে সঙ্কুর্ষািবদনে ক্লাসে প্রবেশ করিলেন। ক্লাসে প্রবেশ করিয়া তিনি গায়কের খুব প্রশংসা করিলেন,-অবশ্য র্তাহার নাম কেহ তঁহাকে বলিল না। . x পাঠক দেখিবেন স্বয়ং পরমহংসদেবও নরেন্দ্রের এই সুকণ্ঠের সঙ্গীতে একদিন মুগ্ধ হইয়াতৃভাষাবিষ্ট ও সমাধিস্থ হইয়াছিলেন এবং খেতড়ি । রাজসভাতেও তিনি দরবারী, কানাড়া, ইমন কল্যাণ ও বাগেশ্ৰী আলাপ করিয়া ও মৃদঙ্গ বাজাইয়াসকলকে মুগ্ধ করিয়াছিলেন। %ঃ বন্ধুবর্গের নিকট অবস্থানকালে নরেন্দ্র প্রায়ই সঙ্গীত দ্বারা তঁহাদের মনোরঞ্জন করিতেন। তাহারাও এনকোর’ ‘এনকোর’ (‘চলুক।” ‘চলুক) ধ্বনিতে তাঁহাকে এক মুহূৰ্ত্ত বিশ্রামের অবকাশ দিতেন না : তিনিও উৎসাহে অধীর হইয়া ক্রমশঃ গানে উন্মত্যু হইয়া, পড়িতেন।k. ঘণ্টার পর ঘণ্টা কোথা দিয়া চলিয়া যাইত কেইটের পাইতেন না,** এখনও অনেকে বলেন যে, যখন তিনি এটুকী থাকিতেন লক্ষ্মা গাহিতে’ গাহিতে এতদূর আত্মহারা হইয়া পড়িতেন "যে আহাল্পর্কিল্পিত পৰ্য্যন্তু ভুলিয়া যাইতেন এবং কতখানি সময় যে, চলিয়া গিয়াছে তাহাও ঠিক” করিতে পারিতেন না। কোন কোন দিন এমন হইত। যে স্নান করিবার, উদ্দেশ্যে তেল মাখিতে বসিখছেন এবং সেই সঙ্গে গান ধরিয়ািহচঞd.