পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ স্বামী বিবেকানন্দ »भ थ७ না। নরেন্দ্র জিতিলেন বলিয়া, সৰ্বোচ্চ পুরস্কার পাইলেন এবং সেদিন হইতে মেট্ৰপলিটানের বালকবৃন্দের গৌরবস্থল হইয়া দাড়াইলেন । তঁহার শরীরে বা মনে বিন্দুমাত্র জড়তা ছিল না। সেজন্য যৌবনের সমস্ত উৎসাহ বাহ প্ৰকৃতির অনুরাগে জ্ঞানস্পৃহায় পরিণত হইয়াছিল। খেলা ও পড়া” এই দুইটী তাহার যৌবনের প্রধান কাৰ্য্য ছিল। তবে এসময়ে পড়ার দিকে ঝোকটা ছিল কিছু বেশী। সতের বৎসরের শেষ হইতে আর শুধু খেলার ঝোঁকে খেলিতেন না ; যে খেলায় শরীর বা মনের উপকার হয় শুধু এরূপ খেলায় যোগ দিতেন এবং বেশীর ভাগ গভীর বিষয়ের আলোচনায় ব্যাপৃত থাকিতেন। ইহার পর হইতে । আমরা তঁহাকে অধ্যয়নরত ছাত্র দেখি। কলেজে পাঠকালে তিনি বাহ বেশভুষার পারিপাট্য আন্দীে সন্থ করিতে পারিতেন না। ছাত্রদিগের মধ্যে কাহাকেও 'সৌৰীনাৰাৰু দেখিলে তিনি অনেক সময় তাহার মুখের উপর ঝুঁকথা শুনাইয়া দিতেন,-বিশেষতঃ যদি তাহার বেশে বা ভাবভঙ্গীতে নারীজনোচিত বি, এ, পরীক্ষার দিন নিকটবৰ্ত্তী হইলে নরেন্দ্র নিজ বাটীতে । বালকদিগের চীৎকার, লোকজনের গণ্ডগোল ও অন্যান্য অসুবিধার বাটীতে গিয়া বাস করিতে লাগিলেন ; সেখানেই দিবারাত্রি থাকিতেশ্লষ্ট । শুধু আহারের সময় দুইবেল বাটী যাইতেন। মাতামহীর অ্যালয়ে বহির্বাটীর একটী ক্ষুদ্র দ্বিতল গৃহে তিনি থাকিতেন। ঘরের সম্মুখে উপরে উঠবার সিড়ি। অন্দরমহলের সঙ্গে এ অংশের কোন সংস্রব ? নাই। এই গৃহে বসিয়া তিনি অধ্যয়ন করিতেন এবং সান্ধীজী