পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર স্বামী বিবেকানন্দ Σε κ\3 করা হইত। যাহারা নেহাত সমস্ত বেতন দিতে অপারগ। তাঁহাদের কিছু কিছু আবার তেমন তেমন স্থলে ছাড়িয়া দেওয়া হইত। এই সমস্ত ছাড়ছুড়ের - ভার রাজকুমার নামক একজন বৃদ্ধ কেরাণীর উপর সম্পূর্ণ ন্যস্ত ছিল। রাজকুমার সাদাসিদে লোক, একটু আধটু নেশােটা আশটা করেন, কিন্তু গরীব ছাত্রদের প্রতি তাহার বিশেষ দয়া । তঁহার দয়ার গুণেই অক্ষম ছাত্রেরা বিনা বেতনই পড়িতে পায়। বেতন সম্বন্ধে রাজকুমারের উপর কর্তৃপক্ষের বিশ্বাস প্রগাঢ়। রাজকুমার স্বয়ং তদন্ত করিয়া কাহাকেও অৰ্দ্ধবেতনে ঘকাহাকে বা বিনা বেতনে ভৰ্ত্তি করেন। রাজকুমার যাহা করেন কর্তৃপক্ষ তাঁহাই মঞ্জুর করেন, কাজেই ছাত্রমহলে রাজকুমারের বেজায় প্রতিপত্তি। সকলেই বুড়ে কেরাণীকে বড়ই ভালবাসে, রাজকুমারও ছেলের জহুরী, কে কেমন ছেলে বেশ পাকা রকম জানেন। নরেনের অক্ষম "বন্ধু হরিদাস চট্টোপাধ্যায় কোন উপায়ে ‘ফি'র টাকা যোগাড় করিয়াছেন, সম্বৎসরের বেতনের টাকার কিন্তু যোগাড় করিতে না পারিয়া একদিন নরেন্দ্রকে সে কথা জানাইলেন। নরেন্দ্ৰ কহিলেন “তুই ভাবিস্নি, ‘একজামিনে’র জন্যে নিশ্চিন্ত হয়ে প্রস্তুত হ। আমি রাজকুমারকে ব’লে সব ঠিক করে দেব, তোর মাহিনীটা মাপ করিয়ে দেব, কেবল ফির ষোেগাড়টা “বন্ধু উত্তর করিলেন “ভাই ফির যোগাড় আছে, মাইনেটা মাপ হলে সব গোল মিটে যায়”। er - v “নরেন কহিলেন “তবে ভাবনা কি, সব ঠিক হবে এখন।’ - দুই একদিন পরে তঁাহারা দুইবন্ধু একুত্রে কেরাণী রাজকুমারের ১, ঘরের সম্মুখে পদচারণ করিতে করিতে গল্প করিতেছেন, ফ্রমন সময় সেখানে আরও অনেক ছাত্র আসিয়া উপস্থিত হইল, ক্ৰমে ক্লািস্কমার