পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেজে br") আসিলেন। অনেক ছেলে একত্র দেখিয়া রাজকুমার একবার সকলের বাকী বকেয়া পেতনের তাগাদা করিলেন, একটু জোর তাগাদ, “অমুক দিনের মধ্যে যে মাইনের টাকা না দেবে এবার তাকে পাঠান হবে না।” ছেলেরা রাজকুমারকে ঘেরিয়া আপন আপন দুঃখ-কাহিনী বলিয়া ; বকেয়া বেতনের ক্ষমার জন্য আব্দার করিতে লাগিল। কতকগুলি ভাল ছেলে রাজকুমারের প্রিয়পাত্র। অন্য । ছেলেদের বিষয় তদন্ত করিতে হইলে রাজকুমার অনেক সময় তাহাদের দ্বারাই করেন । নরেন তাহদের মধ্যে একজন এবং নরেন্দ্ৰ বেশ জানিতেন যে, তঁাহার উপরোধ রাজকুমার এড়াইতে পরিবেন। না। রাজকুমারের মাথায় পাকায় কাচায় চুল, গোফও তদ্রুপ, কেবল তাহার উপর তামাকের ছেপের দাগ দুইপার্শ্বে ; কখন তঁাহার চাপিকানের বা জামার বােতাম দেবার অবকাশ হইত না। কাধে চাদরেখানি জাহাজি কাছির মত পাকান। রাজকুমার যাইয়া আপনার চেয়ারের হাতলে চাদরখানি বাধিয়া। তদুপরি উপবিষ্ট হইলেন, অমনি ऱौन्न् শব্দে ছেলেরা টাকা জমা দিতে আরম্ভ করিল। রাজকুমারের •ኑro চারিধারে বেজায় ভিড়। নরেন্দ্র ভিড় ঠেলিয়া তাহার নিকট যাইয়া কহিলেন ‘মহাশয়, অমুক দেখছি মাইনেটা দিতে পারবে না, তা আপনি একটু অনুগ্রহ ক'রে তাকে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভাল রকম পাশ হবে। আর না পাঠালে তার সব মাটি, श्व।' * 姓 r “রাজকুমার দাঁত মুখ খিচাইয়া “তোকে জ্যাঠামি ক’রে সুপারিশ করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দিগে যা। আমি ওর্কে মাইনে না” দিলে পাঠাব না।” নরেন্দ্র তাড়া খাইয়া অপ্রতিভ হইয়ািক্লয়া আসিলেন ; তাহার বন্ধুর মাথায় যেন বজাঘাত হইল,