পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেজে ክ”¢ সন্ধ্যার অন্ধকার চারিদিকে ঘেরিয়াছে, বেশ গা ঢাকা মত হইয়াছে, এমন সময় গলির সম্মুখে রাজকুমার আসিয়া উপস্থিত, অমনি { নরেন্দ্রনাথ তাহার পথরোধ করিয়া সম্মুখে দাড়াইলেন। নরেন্দ্রনাথের দাড়াইবার ভঙ্গি দেখিয়াই রাজকুমারের মুখ শুকাইয়া গেল। নিজভােব চাপিয়া কহিলেন “কিরে দত্ত, এখানে কেন ?” “নরেন্দ্ৰ গভীর স্বরে কহিলেন “কেন আর কি, আপনার জন্য দাড়িয়ে আছি। দেখুন মশাই আমি বেশ জানি হরিদাসের অবস্থা বড়ই খারাপ, সে টাকা দিতে পারবে না, তাকে কিন্তু পাঠাতে হবে - নইলে ছাড়ব না। যদি আমার কথাটু না রাখেন ত আমিও ইস্কুলে আপনার কথা রটাব ; ইস্কুলে টোকা দায় করে তুলব। এত ছেলের টাকা মাপ করলেন আর ও বেচারার কেন করবেন না ?” স্থিরপ্রতিজ্ঞ নরেন্দ্রনাথের মুখের ভঙ্গি দেখিয়া রাজকুমারের মুখ শুকাইয়া গোল । उांज़ांडांद्धि আদর করিয়া নরেন্দ্রের গলদেশে হস্ত "জড়াইয়া” কহিলেক্স”বাবা । রাগ কছিল। কেন ? তুই যা বলছিল। তাই হবে, , তাই হবে। তুই যখন বলছিস্ আমি কি তা করব না ?” “নরেন্দ্র একটু বিরক্তির ভান করিয়া বলিলেন “তবে কেন সকাল । বেলা আমার কথাটা একেবারে উড়িয়ে দিলেন ?” রাজকুমার। -“কি জানিস্, তাের দেখাদেখি সব ছোড়াগুলো ঐ ! বায়ুনা ধুবুঝে, তখন কাকে রেখে কাকে দেব বাবা ? আমি তখন এক বিষম.... বিপদে পীড়ৰ।। আমায় আড়ালে বলতে হয়, তুই ছেলে মানুষ, ওসব ত বুঝিম্‌ষ্টি কারুর সামনে কি ও কথা বলে ?.. তুই নিশ্চিন্ত হ। মাহিনের - টাকাটা মাপ হবে, তবে ফির টাকা ত আর মাপ হয় না, সেটা দৈবে ত?” নরেন । ‘স্টোর উপায় : হতে পারে, তবে মাইনেটা আপনাকে ছেঞ্জুষ্ঠিত হবে। সে এক পয়সা দিতে পারবে না।”