পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bምዪጋ স্বামী বিবেকানন্দ y RNS “আচ্ছা, আচ্ছা, তাই হবে’ বলিয়া রাজকুমার আড়ার আশে পাশে বেড়াইয়া নরেন চলিয়া গেলে আড্ডায় ঢুকিলেন। “নরেন্দ্ৰ বুড়োর ভাবগতিক দেখিয়া যাইতে যাইতে মুখে কাপড় চাপিয়া খিল খিল করিয়া হাসিতে লাগিলেন। সহপাঠী বন্ধুটির বাসা নরেন্দ্রনাথের বাসা হইতে বেশী দূর নহে, চোরবাগানে ভুবনমোহন সরকারের গলিতে। পরদিন প্ৰত্যুষে বন্ধুর বাসায় সুৰ্য্যোদয়ের পূর্বেই উপস্থিত হইয়া বন্ধুর ঘরের দ্বারে করাঘাত করিয়া গান ধরিলেন ভয়রো—ঝাঁপতাল। । অনুপম মহিম পুর্ণ ব্ৰহ্ম কর ধ্যান নিরমাল পবিত্র উষা কালে । ভানু নব তার প্ৰেম-মুখছায়া দেখা ঐ উদয়গিরি শুভ্ৰভালে ৷ মধু সমীরণ বহিছে আজি শুভদিনে তার নাম গান করি অমৃত ঢালে, চল সবে ভক্তিভাবে ভগবত নিকেতনে سي؟ প্রেম-উপহার লয়ে হৃদয় থালে ৷ “নরেনের ১. কণ্ঠস্বর শুনিয়া সহপাঠী শয্যা পরিত্যাগ করিয়া তাড়াতাড়ি । দরজা খুলিয়া, দিলেন। নরেন্দ্ৰ কহিলেন “ওরে খুব ফুৰ্ত্তি কর, তোর কাজ ফতে হয়েছে, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না।” এই বলিয়া পূৰ্ব্বদিনের সমস্ত ঘটনা, রাজকুমারকে ভয় দেখান, ভয়ে তাহার কি প্রকার মুখের বিকৃতি হইয়াছিল তাহার নকল, তাহার পর কেমন করিয়া প্রতিদিন দিক ওদিক উঁকি মারিয়া ফস্ করিয়া গুলির আড্ডায় প্রবেশ করেন ইত্যাদি নকলের সঙ্গে গল্প করায় সকলের মধ্যে মহা হাসির রোল উঠিল। : ।