পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেজে ክምማት “পরীক্ষার আর বেশী দেরী নাই, বোধ হয় মাসখানেকও নাই, বিপুল < (airs às?(85 aft2ft (Green's History of England) নরেন্দ্রনাথের একবারও পড়া হয় নাই। পরীক্ষায় পাশ হইতে হইবে বলিয়া নরেন্দ্রনাথের বিশেষ কোন চেষ্টাই তেঁাহার সহপাঠী বন্ধুরা দেখেন না, মধ্যে মধ্যে নরেন্দ্র পূর্বোক্ত বন্ধুদের বাসায় চোরবাগানে একটু আধটু পড়াশুনা করিতে যাইতেন বটে, কিন্তু তথায় যাইলে অধিক সময় কথাবাৰ্ত্তা বা গান গাওয়াই হইত। তঁহার মাতুলালয়ে যে ছোট ঘরটিতে থাকিতেন তাহার উত্তরে দ্বিতলে তদপেক্ষা একটি বড় ঘর। এই ঘরের পশ্চিমে একটি চোরফুঠরী বা দোছত্রীর ঘর ছিল। ঐ বড় ঘরের ভিতর দিয়াই তন্মধ্যে প্রবেশের একটিমাত্র ক্ষুদ্র দ্বার ছিল। হামাগুড়ি দিয়া তাহার মধ্যে ঢুকিতে হয়, এত ছােট। তাহার দক্ষিণ দিকে একটি ক্ষুদ্র জানালা। এই সময় একদিন প্ৰাতে তাহার জনৈক বন্ধু তাহার নিকট যাইয়া "নরেন? বলিয়া ডাকিলে নরেন উত্তর দিলেন। বটে, কিন্তু বন্ধুটি তাহাকে ঘরের মধ্যে চারিদিক খুজিয়া না পাইয়া একটু আশ্চৰ্য্য হইলেন। এমন সময় নরেন কহিলেন এই চোরকুঠরীর ভেতর আছি।” সেইখান হইতেই বন্ধুর সহিত কথাবাৰ্ত্তা কওয়া হইল, পরে বন্ধু শুনিলেন বিগত দুই দিন ঐ ফুঠরীর মধ্যে বসিয়া নরেন ইংলেণ্ডের ইতিহাস- পাঠ করিতেছেন , - সংকল্প করিয়া বসিয়াছেন যে একাসনে বসিয়া পাঠ শেষ করিয়া। তবে कूलैटौं श्रुँoङ বাহির হইবেন। নরেন্দ্ৰ কাৰ্য্যতঃও তাঁহাই করিলেন। তিনদিনে ঐ বিপুলকায় পুস্তকখানি , পূর্ণ আয়ত্ত করিয়া বাহিরে আসিলেন। পরীক্ষার দিন আসিল, নরেনের কোন উদ্বেগ বা পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য কোন উৎকণ্ঠ দেখা গেল না। “লজ পরীক্ষার প্রথম দিন, সুৰ্য্যোদয়ের পূর্বেই নরেন শয্যা ত্যাগ